Web bengali.cri.cn   
চীনের চাঁদ-অনুসন্ধান প্রকল্পের তৃতীয় পর্যায়ের মহাকাশগামী যানের প্রত্যাবর্তন পরীক্ষা সফলভাবে নিক্ষেপ
  2014-10-24 18:45:59  cri
অক্টোবর ২৪: চীনের চাঁদ-অনুসন্ধান প্রকল্পের তৃতীয় পর্যায়ের মহাকাশগামী যানের প্রত্যাবর্তন পরীক্ষা আজ (শুক্রবার) চীনের সিছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে নিক্ষেপ করা হয়েছে।

চীনের চাঁদ-অনুসন্ধান প্রকল্পের তৃতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক পরীক্ষা এটি। এর প্রধান উদ্দেশ্য হল চাঁদ-অনুসন্ধান মহাকাশগামী যানের পৃথিবীতে প্রত্যাবর্তনের পরিকল্পিত প্রযুক্তি অর্জন করা। যাতে চীনের চাঁদ অনুসন্ধান প্রকল্প 'ছাং ও'-এর পাঁচ নং কর্তব্য সফল হওয়ার জন্য প্রযুক্তিগত সমর্থন দেয়া।

এবারের এ পরীক্ষা মহাকাশগামী যান, পরিবাহক রকেট, উত্ক্ষেপণ স্থান, পরীক্ষা ও নিয়ন্ত্রণ এবং প্রত্যাবর্তন এ ব্যবস্থা নিয়ে গঠিত হয়েছে ।(শুয়েই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040