Web bengali.cri.cn   
বন্যা-বিধ্বস্ত জম্মু-কাশ্মীরে ৭৪৫ কোটি টাকা সহায়তা ঘোষণা
  2014-10-24 12:28:55  cri
অক্টোবর ২৪: বন্যা-বিধ্বস্ত জম্মু-কাশ্মীরের জন্য সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিয়াচেন থেকে ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন তিনি।

বন্যার পর গত সাত সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তখন এক হাজার কোটি টাকার কেন্দ্রীয় সাহায্যের কথা ঘোষণা করেন তিনি। দেড় মাসের মাথায় আবার উপত্যকার মাটিতে পা রেখে নতুন সহায়তার ঘোষণা দেন মোদি।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে তাঁর বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কথা হয়। দেশের মানুষ ও সরকার জম্মু-কাশ্মীরের পাশে আছে বলে আশ্বাস দেন মোদি।

এদিকে, নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে এ দিন কাশ্মীরে বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040