Web bengali.cri.cn   
বাংলাদেশে সম্মিলিত ইসলামী দলের হরতাল রোববার
  2014-10-23 17:01:56  cri
অক্টোবর ২৩: মুসলমানদের পবিত্র হজ ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের দাবিতে ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামী দলগুলো। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হরতালের পুনঃঘোষণা দেন জোটের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান।

তিনি বলেন, গত ১৬ই অক্টোবর আমরা ঘোষণা দিয়েছিলাম ২২শে অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হলে ২৬শে অক্টোবর সারা দেশে হরতাল পালন করা হবে। সরকার ব্যর্থ হয়েছে। তাই আমাদের পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল-সন্ধ্যা হরতাল হবে। এতে বাধা দিলে লাগাতার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ইসলামপন্থি এই নেতা।

গত ২৮শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ, মহানবী (সা) ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে বিক্ষোভে ফেটে পড়েন তৌহিদি জনতা। এ পর্যায়ে গত ১২ই অক্টোবর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেয়া হয়। এরপরও তার বিরুদ্ধে ক্ষোভ প্রশমিত হয়নি। রাজধানীসহ বিভিন্ন জেলায় কমপক্ষে ৩০টি মামলা হয়েছে। কয়েকটি মামলায় ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। কয়েকটি ইসলামী দলের হুমকির মধ্যেই বর্তমানে তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন। (তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040