Web bengali.cri.cn   
বিশ্বের শীর্ষস্থানীয় ১৬টি সবচেয়ে দামী ও সুস্বাদু খাবার
  2014-10-23 15:38:11  cri

বন্ধুরা আপনারা কি 'সেরেনদিপিতি থ্রি' ( Serendipity 3) রোস্তোরাঁ'র নাম শুনেছেন। সেখানকার আইসক্রিম খেয়েছেন ? নিউইয়র্কের 'সেরেনদিপিতি থ্রি' রেস্তোঁরায় তিন ধরণের আইসক্রিম তৈরি হয়। এগুলো বিশ্বের সবচেয়ে দামী আইসক্রিম। ২৫ ধরণের কোকো দিয়ে তৈরি হয় এ আইসক্রিম। এর দাম পড়বে ১ লাখ ৬০ হাজার লাখ রেনমিনপি বা ২০ লাখ ১৬ হাজার টাকা। তবে চাইলেই কি যখন তখন এ আইসক্রিম খেতে পারবেন ? এটি খেতে আপনাকে অনেক আগে তার অর্ডার দিতে হবে।

চকোপোলোজি বাই নিপস্কিল্ডিট চকোলেট (Chocopologie by Knipschildt)। আপনারা অনেকেই হয়তো এ চকলেটের নাম শুনেছেন। এটি হলো বিশ্বের সবচেয়ে দামী চকলেট। প্রতি আউন্স চকলেটের দাম ১৭ হাজার রেনমিনপি বা ২ লাখ ১৪ হাজার টাকা।

কফি লুয়াক (Kopi Luwak )

ইন্দোনেশিয়ার উত্পাদিত কফি লুয়াক হলো বিশ্বের সবচেয়ে দামী কফি। প্রতি বছর মাত্র ৫০০ পাউন্ড কফি বিন উৎপাদিত হয়। প্রতি পাউন্ড কফির দাম ২ হাজার থেকে আড়াই হাজার ইউয়ান বা সাড়ে ৩১ হাজার টাকা।

তা হোং পাও গ্রিন টি

বিশ্বের সবচেয়ে দামী গ্রিন টি পাওয়া যায় চীনে। সেটি হলো তা হোং পাও গ্রিন টি। তা হোং পাও চীনের উ ই পাহাড়ের সুউচ্চ ধাপগুলোতে জন্ম নেয়। বিশ্বে এখন তা হোং পাও গ্রিন টি'র ৬টি গাছ রয়েছে। প্রতি গাছের বয়স ৩৫০ বছর। প্রতি বছর ৫০০ গ্রাম চা পাতা উত্পাদিত হয়। এর প্রতি কিলোগ্রাম চা পাতার দাম ২ লাখ ৮ হাজার বা বা ২৬ লাখ টাকার বেশি।

পেরিয়ার জুয়েত বেল্লে ইপোক ব্লান্স ডি ব্লান্স (Perrier Jouet Belle Epoque Blanc de Blanc) শ্যাম্পেন: এ শ্যাম্পেন হলো বিশ্বের সবচেয়ে দামী শ্যাম্পেন। দাস ব্লান্স (Des Blancs) নামের আঙ্গুর বাগানের আঙ্গুর দিয়ে তৈরি হয় এ শ্যাম্পেন। এর দাম প্রতি ০.৭৫ লিটার ৯৬০০ রেনমিনপি বা ১ লাখ ২১ হাজার টাকা।

কোনা নিগারি (Kona Nigari) মিনারেল ওয়াটার

বিশ্বের সবচেয়ে দামী মিনারেল ওয়াটার হলো কোনা নিগারি। হাওয়াই এর সমুদ্রের এক কিলোমিটার নিচ থেকে সংগ্রহীত পানি লবনমুক্ত করার পর তৈরি হয় এ মিনারেল ওয়াটার। এতে রয়েছে সমৃদ্ধ খনিজ উপাদান। ওজন কমানো, মুখ চর্চা এবং চাপ মুক্ত করাসহ বিভিন্ন চিকিত্সায় ব্যবহৃত হয় এ মিনারেল ওয়াটার। এর দাম প্রতি ৫ লিটার ১৩ হাজার রেনমিনপি বা ১ লাখ ৬৪ হাজার টাকা।

দিভা (Diva) ভদকা

বিশ্বের সবচেয়ে দামী ভদকা হলো দিভা। এ ব্র্যান্ডের প্রতি বোতলের দাম ২৬০০ থেকে ৬৫০০ রেনমিনপি বা ৮২ হাজার টাকা।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040