Web bengali.cri.cn   
২১তম এপেকের অর্থমন্ত্রী সম্মেলন শুরু
  2014-10-22 20:12:22  cri

অক্টোবর ২২: ২১তম এপেকের অর্থমন্ত্রী সম্মেলন আজ (বুধবার) পেইচিংয়ে শুরু হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী চাং কাও লি উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।

তিনি বলেন, এ বছর হচ্ছে এপেকের চীনা বর্ষ। আসন্ন এপেকের ২২তম শীর্ষ নেতাদের অনানুষ্ঠানিক সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। সি চিন পিং বলেছেন, এই সুযোগে 'ভবিষ্যত সম্মুখীন এক ঘনিষ্ঠ অংশীদারি সম্পর্ক' গড়ে তুলতে হবে

এ সময় চাং কাও লি বলেন, এবারের অর্থ সম্মেলন হচ্ছে এপেকের চীনা বর্ষের এক গুরুত্বপূর্ণ তত্পরতা। চীন হচ্ছে এপেক বড় পরিবারের এক সদস্য। চীনের উন্নয়ন এশিয়া ও মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নের সঙ্গে অবিচ্ছেদ। সহযোগিতা ও উন্নয়ন হচ্ছে এই অঞ্চলের যুগান্তকারী ব্যাপার। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সংস্কার ও সৃজনশীলতা এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদারে চীনের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি । (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040