Web bengali.cri.cn   
ফিলিস্তিন ও ইসরাইলের বাস্তব আলোচনা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার আহ্বান চীনের
  2014-10-22 19:00:24  cri
অক্টোবর ২২: ফিলিস্তিন সমস্যা সমাধানে ফিলিস্তিন ও ইসরাইলের বাস্তব আলোচনা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি লিউ চিয়ে ই সংস্থাটির সদর দফতর নিউইয়র্কে এ আহ্বান জানান।

এদিন মধ্য প্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের প্রকাশ্য তর্কবিতর্ক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেয়ার সময় লিউ চিয়ে ই বলেন, গাজা অঞ্চলে ফিলিস্তিন ও ইসরাইলের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ থেকে পুনরায় প্রমাণিত যে, দু'পক্ষের শান্তি আলোচনা বন্ধ হলে, দু'পক্ষের দ্বন্দ্ব আরো ‌তীব্র হবে। তাই শান্তি আলোচনা মধ্য প্রাচ্য সমস্যা সমাধানে মূল উপায় বলে উল্লেখ করেন তিনি ।

সেই সঙ্গে তিনি বলেন, বর্তমানে গাজা অঞ্চলের পুনর্গঠনকাজ খুবই জরুরী। এ ব্যাপারে সম্প্রতি কায়রোতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যে অগ্রগতি অর্জিত করেছে, তাতে আনন্দ প্রকাশ করে চীন। আন্তর্জাতিক সম্প্রদায় যত তাড়াতাড়ি সম্ভব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে চীন আশা করে। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040