Web bengali.cri.cn   
ইবোলা প্রতিরোধে বান কি-মুন ও লি খ্য ছিয়াংয়ের ফোনালাপ
  2014-10-22 17:34:59  cri
অক্টোবর ২২: ইবোলা প্রকোপ প্রতিরোধে গতকাল (মঙ্গলবার) বান কি-মুন ও লি খ্য ছিয়াং ফোনালাপ করেছেন।

ফোনালাপে ইবোলা প্রতিরোধে জাতিসংঘের কর্মকাণ্ড ও সংশ্লিষ্ট বিবেচনা তুলে ধরেন বান কি-মুন।

জবাবে লি খ্য ছিয়াং বলেন, আক্রান্ত দেশের জনগণের সুস্থতা ও প্রাণ নষ্ট করছে ইবোলা। এটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলেছে এবং বিশ্বের গণ স্বাস্থ্য নিরাপত্তার ওপর কঠোর চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে সেখানে আরও বেশি ত্রাণ-সামগ্রী ও চিকিত্সক পাঠানো এবং আর্থিক সাহায্য প্রদান করা।

এ ব্যাপারে ইবোলা আক্রান্ত আফ্রিকার দেশগুলোকে সহায়তা করা এবং জাতিসংঘের কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য চীনের প্রশংসা করেন বান কি-মুন। তিনি বলেন, চীন যে সহায়তা দিয়েছে, তা এই ভাইরাস কবলিত জনগণের আস্থা বাড়ানোর অনুকূল। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে জাতিসংঘের আগ্রহের কথাও উল্লেখ করেন বান কি-মুন। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040