Web bengali.cri.cn   
নেপালকে অর্থ সহায়তা দেবে ইইউ
  2014-10-21 20:19:21  cri
অক্টোবর ২১: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র সঙ্গে গত রোববার নতুন এক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করেছে নেপাল । এ চুক্তি অনুসারে ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ইইউ নেপালকে ৩৬ কোটি ইউরো অর্থ সহায়তা দেবে। নেপালের 'সেতোপাতি' ওয়েবসাইট সম্প্রতি এ খবর জানিয়েছে।

ইইউ'র উন্নয়ন বিষয়ক কমিটির সদস্য এন্দ্রিসা পাইবেলগাস ও নেপালের অর্থমন্ত্রী রামশরণ মাহাত রাজধানী কাঠমান্ডুতে এ চুক্তি স্বাক্ষর করেন।

এন্দ্রিসা বলেন, এ চুক্তির মাধ্যমে নেপালের কৃষি, শিক্ষা ও গণতান্ত্রিক সামর্থ্যের উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়াতে চায় ইইউ। (শিশির/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040