Web bengali.cri.cn   
বাংলাদেশের নাটোর জেলায়২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩৩ আহত ৩০
  2014-10-21 19:00:48  cri

অক্টোবর ২১: বাংলাদেশের নাটেরে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৩০ জন যাত্রী।

গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বনপাড়া মহাসড়ক থানার ওসি ফুয়াদ হাসান জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের রেজির মোড় এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের একটি বাসের সঙ্গে রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রেসিডেন্ট আবদুল হামিদ এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোরের সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেনপ্রধানমন্ত্রী। (তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040