Web bengali.cri.cn   
ছয় মাস আগে বন্যা ও ঝড়ের পূর্বাভাস সম্ভব
  2014-10-21 18:58:37  cri

অক্টোবর ২১: বাংলাদেশে তিন থেকে ছয় মাস আগে বন্যা ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া সম্ভব। এর ফলে বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলাদেশ আগাম প্রস্তুতি নিতে পারবে। বাঁচবে জীবন ও সম্পদ।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষণা সংস্থা প্যাসিফিক ইএনএসও অ্যাপ্লিকেশন ক্লাইমেটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী রাশেদ চৌধুরীর গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে। গতকাল (সোমবার) এই বিজ্ঞানী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরেন।

তিনি জানান, তাঁর গবেষণার ফলাফল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলোতে ছয় মাস আগে বন্যা ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। এতে স্থানীয় জনগোষ্ঠী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির সুযোগ পায়। সরকারও দুর্যোগের আশঙ্কার কথা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। খবর প্রথম আলোর। (তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040