চীনের সি নিংয়ে ২০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন রেন ছিং। লং রেন ছিং জানেন যে সি নিং শহরে অনেক সংখ্যালঘু জাতির লোকেরা নিজের পরিচয় গোপন করে রয়েছে। তিনি বলেন,
"হান সংস্কৃতি চীনের শহরগুলোতে বেশ জনপ্রিয়। একজন সংখ্যালঘু জাতির মানুষ হিসেবে নগরে থাকা আমাদের জন্য অসুবিধাজনক। যখন জাতিগত পরিচয় প্রকাশ পায় তখন অন্য সংস্কৃতি সংখ্যালঘু জাতির সংস্কৃতিকে প্রভাবিত করে। তাই কিভাবে নিজের জাতির বৈশিষ্ট্য গোপন করা যায় তা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়।
লং রেন ছিং তার নিজের বইয়ে নিজের জন্মস্থানের সংস্কৃতির প্রতি ভালবাসা প্রকাশ করেন, তাছাড়া সে সুন্দর সংস্কৃতি হারানোর আশঙ্কা ব্যক্ত করেন। টেলিভিশন, কম্পিউটারসহ বিভিন্ন নতুন জিনিস প্রথমে তিব্বতের মানুষের জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে, তিব্বতের মানুষ খুব আশ্চর্য হয়। কিন্তু খুবই পছন্দ করে এবং দ্রুত তা গ্রহণ করে। কিন্তু তিব্বত মানুষের জীবনে ধর্ম ও অন্য সংস্কৃতির প্রভাব খুব বেশি। তিনি আশঙ্কা করেন, তিব্বতের সংস্কৃতি খুব দ্রুত এ বৈশিষ্ট্য হারাবে। এ অঞ্চলের রাজনৈতিক পদ্ধতি এরকমের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। একজন লেখক হিসেবে, লং রেন ছিং আশা করেন ধীরে ধীরে মানুষকে জাগিয়ে তুলে, অন্য সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণের পাশাপাশি নিজের সাংস্কৃতিকেও রক্ষা করা হবে।