Web bengali.cri.cn   
সীমান্ত পার হয়ে সেনা অভিযান পরিচালনার অনুমতি দিয়েছে তুর্কি পার্লামেন্ট
  2014-10-21 14:35:28  cri
অক্টোবর ২১: ইরাকের কুর্দিস্তান হয়ে সিরিয়ার ও তুরস্কের সীমান্ত শহর আইন আল-আরাবে সেনা পাঠাতে রাজি হয়েছে তুর্কি সরকার। গতকাল (সোমবার) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসুগ্‌লু আঙ্কারায় গণমাধ্যমকে এ কথা জানান।

আইন আল-আরবে চরমপন্থী গোষ্ঠী 'আইএস' এর সঙ্গে স্থানীয় কুর্দিদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে।

গত ১৬ সেপ্টেম্বর 'আইএস' সিরিয়ার উত্তরাঞ্চলীয় আইন আল-আরাবের ওপর হামলা চালিয়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি কুর্দি গ্রাম দখল করে নেয়। এ সময় ওই অঞ্চল থেকে কমপক্ষে ১ লাখ ৮০ হাজার শরণার্থী প্রতিবেশী তুরস্কে পালিয়ে যায়।

এ পরিস্থিতিতে সীমান্ত পার হয়ে আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দিয়েছে তুর্কি পার্লামেন্ট। তবে, তুর্কি সরকার সীমান্ত অঞ্চলে বেশ কিছু ট্যাংক মোতায়েন করেছে। এখন পর্যন্ত কোনো অভিযান চালায়নি।

(প্রেমা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040