Web bengali.cri.cn   
বাংলাদেশের বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান লাভজনক : মন্ত্রিসভা বৈঠকে তথ্য
  2014-10-20 18:56:05  cri

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৩-১৪ অর্থবছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের বার্ষিক প্রতিবেদন তুলে ধরা হয়।

প্রতিবেদনে দেখা গেছে, গত অর্থবছরে ৬৯টি সরকারি প্রতিষ্ঠান লাভজনক ছিল। বিপরীতে লোকসান হয়েছে ১৯টি সরকারি প্রতিষ্ঠানে। রাজস্ব আদায়, রপ্তানি খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিসহ কৃষি ও খাদ্যে উৎপাদন বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে অগ্রগতি হয়েছে। এ অগ্রগতি সন্তোষজনক মনে করে মন্ত্রিসভা। অবৈধ অর্থ ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। ২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর আমিরাত সফরকালে এসব চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া কুয়েতের সঙ্গে সামরিক ও অন্যান্য সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরেরও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040