Web bengali.cri.cn   
বোস্টনে ইয়াং চিয়ে ছি-জন কেরি বৈঠক; দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঐকমত্য
  2014-10-19 17:59:49  cri

অক্টোবর ১৯: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ইয়াং চিয়ে ছি গতকাল (শনিবার) যুক্তরাষ্ট্রের বোস্টনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা দু'দেশের সম্পর্ক জোরদারের ব্যাপারে একমত হন এবং দু'দেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও ইবোলার চ্যালেঞ্জ মোকাবিলা, উত্তর কোরিয়া ও ইরানের পরমাণু সমস্যা, ইরাক সমস্যা, আফগানিস্তান সমস্যা, আন্তর্জাতিক সন্ত্রাস দমন ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন।

এসময় ইয়াং চিয়ে ছি বলেন, গত জুন মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকে দু'দেশের মধ্যে বড় দেশের সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্য হয়েছে। তখন থেকে গত এক বছরে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী মাসে চীনে এপেক সম্মেলনে ওবামাকে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তার দেশ। তিনি আরো বলেন, দু'দেশের উচিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদার করা এবং এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য একযোগে কাজ করা।

জবাবে জন কেরি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও চীন অনেক ক্ষেত্রেই একে অপরকে সহযোগিতা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, চীনের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে এবং মতভেদ ও পার্থক্য কমিয়ে আনতে আগ্রহী যুক্তরাষ্ট্র। তিনি জানান, আসন্ন চীন সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ওবামা। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040