Web bengali.cri.cn   
ওয়াশিংটনে অনুষ্ঠিত হলো চীন-মার্কিন পঞ্চদশ প্রতিরক্ষা আলোচনা
  2014-10-18 19:51:45  cri

অক্টোবর ১৮: গত ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় চীন-মার্কিন পঞ্চদশ প্রতিরক্ষা আলোচনা। চীনের গণমুক্তি ফৌজের ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ ওয়াং কুয়ান চোং এবং মার্কিন উপ-প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ওয়রমুথ এতে অংশ নেন। আলোচনায় দু'পক্ষ দু'দেশ ও দু'দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে।

আলোচনায় অংশ নিয়ে ওাং কুয়ান চোং বলেন, চলতি বছর চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী। এ প্রেক্ষাপটে দু'দেশের সশস্ত্র বাহিনীর উচিত পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো।

এসময় ক্রিস্টিন ওয়রমুথ বলেন, সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের নতুন সম্পর্ক দু'দেশের সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। (আকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040