Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ-১০১৭
  2014-10-17 16:35:34  cri

বন্ধুরা, আমি বিশ্বাস করি, ম্যারাথন প্রতিযোগিতা বিশ্ববিখ্যাত বলে সবার কাছে মোটেই অপরিচিত নয়। এবং সে সম্পর্কে অনেক গল্প বিশ্বের সবার জানা আছে। তবে আমি কি জানতে পারি, আপনারা কখনও কি শুনেছেন ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়া সবচেয়ে বৃদ্ধ প্রতিযোগির গল্প? না হলে আমার পরের গল্পটি শুনেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৯২ বছর বয়সের একজন বুড়ি ম্যারাথন প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে শেষ করার মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ম্যারাথন প্রতিযোগিতে পরিণত হয়েছেন। বয়স বেশি হওয়ায় তিনি প্রতিযোগিতায় অন্যান্য প্রতিযোগিদের মতো নয়, তিনি মাঝে মাঝে দৌড়ে দৌড়ে, মাঝে মাঝে হেটে হেটে আসেন। সর্বশেষে তিনি ৯ ঘন্টা ৫৩ মিনিটের মধ্যে এবারের প্রতিযোগিতা শেষ করেছেন। যখন তিনি এবারের প্রতিযোগিতা শেষ করতে সক্ষম হয়েছিলেন, তখন তিনি একেবারেই লক্ষ্য করেন নি যে, তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভেঙে ফেলেছেন। তাঁর নাম হলো বুরিল। আরো বিশ্বাসযোগ্য ব্যাপার হলো তিনি এর আগে বিমান চালাতে, পাহাড় আরোহন করতে এবং হাটাহাটি করে মরুভূমি পার করতে চেষ্টা করেছিলেন অনেকবার।

যখন তাঁর দীর্ঘায়ু কৌশলের কথা বলা হয়েছে, তখন তিনি বলেন, পাঁয়চারী ও হাটাহাটি করা তাঁর শথ। তিনি আরো বলেন, হাটাহাটি করার আরেকটি ভালো দিক হলো সময় হলে পথের ফুলের গন্ধ নেয়া যায়।

জানা গেছে, এ ম্যারাথন প্রতিযোগিতার সবচেয়ে বৃদ্ধ প্রতিযোগী ছিলেন বৃটেনের একজন বুড়ি অ্যালুন, ২০০২ সালে তিনি বৃটেনের রাজধানী লন্ডন ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয়ার সময় তাঁর বয়স ৯০ বছর ছিলো।

বন্ধুরা, আমার এ গল্প শুনে আপনারা কী মনে করেন? এ বুড়ির কি খুব প্রশংসা করবেন? আমিও চিন্তা করছি, সুযোগ হলে ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একবার চেষ্টা করব। আপনারা কি তাই চিন্তা করছেন? (প্রকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040