Web bengali.cri.cn   
ইউরোপীয় পরিষদ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে লি খ্য ছিয়াংয়ের সাক্ষাত
  2014-10-16 15:57:38  cri

লি খ্য চিয়াং, হার্মান ভান রোমপুই ও জোসে মানুয়েল বারোসো

অক্টোবর ১৬: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) রাতে মিলানে ইউরোপীয় পরিষদের চেয়ারম্যান হার্মান ভান রোমপুই এবং ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জোসে মানুয়েল বারোসোর'র সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাতে লি খ্য ছিয়াং বলেন, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীন ও ইউরোপ হচ্ছে পরস্পরের উন্নয়ন সহযোগী। দু'পক্ষের উচিত ভালোভাবে চীন ও ইউরোপের শান্তি, প্রবৃদ্ধি, সংস্কার, সভ্যতার অংশীদারি সম্পর্ক কার্যকর করা, পারস্পরিক আস্থা সুসংহত করা, অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি, নগরায়ন, আন্তঃযোগাযোগ, অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি সহ সার্বিক ক্ষেত্রে সহযোগিতা করা। পাশাপাশি চীন-ইউরোপ বিনিয়োগ চুক্তি দ্রুত কার্যকর করা এবং আগামী বছর 'চীন-ইউরোপ অংশীদার বর্ষ' আয়োজনের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী লি।

লি খ্য ছিয়াং জোর দিয়ে বলেন, এখন ইউরোপের একত্রীকরণ প্রক্রিয়া দ্রুত হয়েছে। আন্তর্জাতিকভাবে প্রধান মুদ্রা হিসেবে ইউরোর স্থিতিশীলতা বজায় রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে দু'পক্ষের যোগাযোগ ও সমন্বয় আরো জোরদার করে যৌথভাবে বিশ্ব শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করা উচিত বলেও মন্তব্য করেন লি।

অন্যদিকে, ভান রোমপুই ও বারোসো বলেন, ই.ইউ এখন কাঠামোগত সংস্কার করছে এবং ইউরোপের একত্রীকরণ এগিয়ে নিচ্ছে। ইউরোপ এবং ইউরোর প্রতি আস্থা রাখার জন্য চীনকে ধন্যবাদ জানায় ই.ইউ। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে ঘনিষ্ঠ সংলাপ ও সহযোগিতা বজায় রাখবে বলেও জানান তারা। 'ইউরোপ-চীন সহযোগিতা ২০২০ কৌশলগত পরিকল্পনা" কার্যকর করে সুষ্ঠুভাবে বাণিজ্যিক সংঘাত নিরসন করার কথাও বলেন তারা। শিগগিরি ইউরোপ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর এবং চীনা বিনিয়োগকারীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দুই শীর্ষ কর্মকর্তা। (ইয়ু/তৌহিদ)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040