গত সপ্তাহের অনুষ্ঠানে বন্ধুরা আর্জেন্টিনার অধ্যায় শুনছিলেন, এখন আমার সঙ্গে চলুন যুক্তরাষ্ট্রে।
নিউয়র্কসহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে কোম্পানি নিজেদের ভবনে একটি বিশেষ ইয়োগা ও মেডিটেশন সেন্টার প্রতিষ্ঠা করেছে। যেনো তাদের কর্মকর্তারা কাজের চাপ দূর করে আরো কাজ করতে পারে। এ স্থানগুলো প্রতিদিন সকালে ৬টা থেকে রাতে ১০টা পর্যন্ত খোলা থাকে। সারাদিন এ রুমগুলোতে সুন্দর সঙ্গীত বাজে। যে কেউ যে কোন সময়ে এ রুমগুলোতে গিয়ে মেডিটেশন করতে পারেন।
এবার ফ্রান্স।
বন্ধুরা আপনাদের কাজের লক্ষ্য কী? ফ্রান্সের মানুষ মনে করে যে, সম্পদ বাড়ানো তাদের কাজের শক্তি নয়, কিন্তু নিজের প্রশান্তি ও গর্ব বাড়ানোই হলো কাজের অন্যতম একটি দিক। সংশ্লিষ্ট মনোরোগ বিশেষজ্ঞরাও বলেন যে টাকার জন্য কাজ করলে মানুষ তার প্রাণশক্তি হারাবে। কিন্তু আনন্দিত পরিবেশে এবং একটি রিল্যাক্স মনোভাবে কাজ করলে কার্যকারিতা বাড়বে।
তারপর ভারতে।
বিশ্বের অন্য দেশের নারীদের মত ভারতের নারীদেরও অনেক কাজ আছে বলে শরীর চর্চার যথেষ্ট সময় নেয়। কিন্তু সম্প্রতি ভারতের নারীরা ফিটনেস বাড়াতে একটি কার্যকর পদ্ধতি খুঁজে বের করেছে। আর সেটি হলো পাহাড়ের চূড়ায় ইয়োগা চর্চা করা।