ব্লুমেনাও (Blumenau) ব্রাজিলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি ছোট নগর। ব্রাজিলের নগরগুলোর মধ্যে ব্লুমেনাও সবচেয়ে ইউরোপের ঢংয়ে সাজানো একটি শহর। আর বিভিন্ন ইউরোপীয় সংস্কৃতির মধ্যে উল্লেখযোগ্য হলো জার্মান সংস্কৃতি। ব্লুমেনাও-এ প্রতি বছরের শরত্কালে জার্মান অক্টোবর দিবস পালিত হয়। এটি হচ্ছে ব্রাজিলের বৃহত্তম একটি জার্মান সাংস্কৃতিক দিবস। ব্লুমেনাওয়ের কেন্দ্রীয় অঞ্চলের এক হোটেলের ম্যানেজার এ উৎসব নিয়ে বলেন,
"জার্মানির মিউনিখ বিয়ার দিবস ছাড়া অক্টোবর ফিস্ট (Oktoberfest) হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিয়ার সংশ্লিষ্ট একটি দিবস। এ দিবসের ৩১ বছরের ইতিহাস আছে। প্রতিবছরে শরত্কালে 'অক্টোবর ফিস্ট' দিবসে অংশ নেয়ার জন্য প্রায় এক মিলিয়নের মত পর্যটক আসে।"
'অক্টোবর ফিস্ট' এর সময় লোকে লোকারণ্য হয়ে পড়ে গোটা শহর। সেরা বিয়ার ছাড়া এখানেও একটি 'Miss Oktoberfest দিবস' আছে। আসলে আরো বেশি মজার আয়োজন থাকে এখানে। সারা 'অক্টোবর ফিস্ট' মহাচত্বরে সুস্বাদু খাবার অঞ্চল, বিয়ার অঞ্চল, হস্তশিল্পজাত দ্রব্য অঞ্চলসহ বিভিন্ন অঞ্চল রয়েছে। সকালে ১০টা থেকে দ্বিতীয় দিনের ২টা পর্যন্ত তা খোলা থাকে। তাছাড়া 'অক্টোবর ফিস্ট'এর সময় প্রতি সন্ধ্যায় জার্মানির ঐতিহ্যিক নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান হয়। খুবই সরগরম থাকে এই এলাকা। কিন্তু 'অক্টোবর ফিস্টে'র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ার। এখানের বিয়ারের সঙ্গে মূল বিয়ারের কোন পার্থক্য নেই। ব্লুমেনাওর রাস্তার দু'পাশের কোন দোকানে প্রবেশ করে বিভিন্ন জার্মান সাংস্কৃতিক স্টাইলের দ্রব্য দেখতে পারে। বিয়ার কাপ, বিয়ার চাবি রিংসহ ইত্যাদি।