Web bengali.cri.cn   
কুয়াংসির কথকতা
  2014-10-15 19:44:04  cri

কুয়াংসি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর পুরো নাম 'কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল'। চীনের পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে এটি অন্যতম। হুনান, কুয়াংতং, কুইচৌ, ইউন্নান কুয়াংসির চারটি প্রতিবেশী প্রদেশ। কুয়াংসির আয়তন প্রায় ২.৮ লক্ষ বর্গকিলোমিটার; লোকসংখ্যা ৫ কোটি ৩০ লক্ষ। অনুকূল জলবায়ুর কারণে এখানে বিভিন্ন ধরনের ফল উত্পন্ন হয়, যেমন: ড্রাগন ফল, লিচু, কাঁঠাল ইত্যাদি। কুয়াংসিকে চীনে 'ফলের জন্মভূমি' বলে ডাকা হয়।

নান নিং

নান নিং কুয়াংসির রাজধানী ও বৃহত্তম শহর। এটি ইয়োং নদীর উত্তর তীরে অবস্থিত। এখানে অনেক বিশ্ববিদ্যালয় আছে। এটি কুয়াংসির শিক্ষাকেন্দ্র। কুয়াংসির সবচে ভালো বিশ্ববিদ্যালয়গুলো এখানে অবস্থিত।

পর্যটনকেন্দ্র কুইলিং

কুয়াংসির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত কুইলিং শহর একটি পর্যটনকেন্দ্র। কুইলিং-এর প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। শহরটি প্রায় দু'হাজার বছরের প্রাচীন। শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অনেক। চীনের অনেক কবি-সাহিত্যিক এখানে সাহিত্যচর্চা করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে কুইলিংয়ে বড় ধরনের পরিবর্তনের ছোঁয়া লেগেছে। এখানকার অর্থনীতি দিন দিন সমৃদ্ধ হচ্ছে; স্থাপিত হচ্ছে নতুন নতুন কল-কারখানা ও বাসভবন। সংস্কারের মাধ্যমে শহরের সৌন্দর্যও আগের যে-কোনো সময়ের তুলনায় বাড়ানো হয়েছে। প্রতি বছর অনেক দেশি-বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন।

এ শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে লী নদী, হাতির নাকের মতো পাহাড়, ছিসিং পার্ক, ইয়াং শো উপজেলা ইত্যাদি। ইয়াং শো উপজেলা কুইলিং শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি দেশে-বিদেশে বিখ্যাত। এখানকার পর্বতমালা ভীষণ সুন্দর ও বৈশিষ্ট্যময়। এ উপজেলায় ১৭টি নদী ও আড়াই শতাধিক দর্শনীয় প্রাকৃতিক দৃশ্য আছে।

উপজেলার 'ওয়েস্ট স্ট্রিট'-এ বিভিন্ন ধরনের বার, রেস্তোরাঁ ও কফিশপ আছে। ইয়াং শো উপজেলার যাতায়াত ব্যবস্থাও উন্নত।

বিভিন্ন উত্সব

কুয়াংসিতে অনেক ঐতিহ্যবাহী উত্সব পালিত হয়। 'সান ইয়ু' সেগুলোর একটি। চুয়াং উপজাতির কাছে এ উত্সব মানে লোকসঙ্গীতের আসর বসানো। ঐতিহ্যবাহী চীনা পঞ্জিকা অনুসারে, প্রতিবছর ৩ মার্চ এ উত্সব পালিত হয়। এদিন লোকেরা চুয়াং জাতির ঐতিহ্যবাহী জামাকাপড় গায়ে দেয় এবং মাঠে-ময়দানে গান গায়, নাচ করে আর খেলাধুলায় মেতে ওঠে।

এ ছাড়া কুয়াংসিয়ে নাননিং আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পকলা দিবস পালিত হয়। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এ দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর এ দিনে দেশি-বিদেশি বন্ধুরা নাননিং-য়ের সঙ্গীত সভায় অংশগ্রহণ করেন। সঙ্গীতের মাধ্যমে তারা ভাব বিনিময় করেন।

লিউ সান চিয়ে চীনের চুয়াং জাতির একজন কিংবদন্তির লোকসঙ্গীত গায়ক। কথিত আছে, তিনি গান গেয়ে এক অত্যাচারী জমিদারকে পরাজিত করেছিলেন। কুয়াংসির মানুষ তাকে প্রতিবছর গভীর শ্রদ্ধায় স্মরণ করে। (আসাদ/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040