Web bengali.cri.cn   
চীন-ইউরোপ ফোরামের ষষ্ঠ হামবুর্গ শীর্ষ সম্মেলনে ভাষণ দিলেন লি খ্য ছিয়াং
  2014-10-12 17:55:12  cri
অক্টোবর ১২: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (শনিবার) জার্মানির হামবুর্গে আয়োজিত চীন-ইউরোপ ফোরামের ষষ্ঠ হামবুর্গ শীর্ষ সম্মেলনে 'পারস্পরিক স্বার্থ ও অভিন্ন সমৃদ্ধি-এর নতুন মানদণ্ড' নামে এক ভাষণ প্রদান করেন।

তিনি বলেন, এ বছরে দেশ বিদেশের জটিল পরিস্থিতিতে চীনের অর্থনীতির উন্নয়ন কম হচ্ছে। কিন্তু অর্থনীতি উন্নয়নের মানদণ্ড উন্নত হচ্ছে, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার সাফল্য অর্জিত হয়েছে, কিন্তু অর্থনীতির উন্নয়ন স্থিতিশীল।

তিনি বলেন, সংস্কার এবং নবায়ন ও উদ্ভাবন হল চীনের অর্থনীতি উন্নয়নের প্রধান চালিকাশক্তি। চীনের অর্থনীতির উন্নয়ন হল বিশ্ব অর্থনীতি পুন:সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং চীন-ইউরোপ আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়নের অনুকূল।

তিনি আরো বলেন, চীন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'কে আন্তর্জাতিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সমর্থন করে।

ইইউ পার্লামেন্টের স্পীকার মার্টিন শুলজ বলেন, চীন ও ইইউ'র ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। চীন হল ই ইউ'র গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হল ইইউ'র বৈদেশিক নীতির প্রথম দায়িত্ব। ইইউ চীনের সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইইউ-চীন অর্থবিনিয়োগ চুক্তি স্বাক্ষর করতে ইচ্ছুক, যাতে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতার উন্নয়ন এবং সেই সাথে যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে। (ছাই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040