Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৬ আগস্ট
  2014-10-09 14:59:58  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আজকের অনুষ্ঠানের শুরুতে মুম্বাইয়ের রাতের জীবন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে চাই।

'পার্টি শহর' হিসেবে বিখ্যাত লস এঞ্জেলেস, লন্ডন, প্রাগ, টোকিও ইত্যাদি। ভারতে মুম্বাইয়ের সাথে এসব শহরের পার্থক্য রয়েছে। তবে, ভারতের ধনিক শ্রেণীর জন্য মুম্বাই হচ্ছে ঘুমহীন শহর। এখানে প্রতিরাতে অসংখ্য পার্টির আয়োজন করা হয়। সেসব পার্টিতে অংশগ্রহণ করেন মূলত ধনী লোকজন।

সিঙ্গাপুরের মেয়ে লুওলি হল মুম্বাইয়ে কাজ করেন। তার মাসিক আয় প্রায় ৬ হাজার মার্কিন ডলার। কিন্তু তার বেতনের অধিকাংশই খরচ হয় নৈশপ্রমোদে। তিনি প্রায় প্রতি রাতেই সাজুগুজু করে বিভিন্ন পার্টিতে অংশ নেন, বন্ধুদের সঙ্গে বিভিন্ন নৃত্যশালায় নাচ করেন। তিনি তিন বছর ধরে মুম্বাইয়ে বাস করছেন। মুম্বাইয়ের এই আয়েসী জীবন তার ভালো লাগে। সিঙ্গাপুরে এরকম জীবন কাটানোর সুযোগ নেই বলে তিনি সেখানে ফিরতে চান না।

মুম্বাইয়ের রাতের পার্টিগুলো সাধারণত শুরু হয় রাত ৯টা থেকে, চলে ভোর চারটা পর্যন্ত। জন্মদিন, নতুন বই প্রকাশ, বিভিন্ন উত্সব ইত্যাদি উপলক্ষ্যে আয়োজন করা হয় এসব পার্টির। অধিকাংশ ধনী মানুষ নিজেদের বাড়িতেই পার্টির আয়োজন করেন। তবে খাবার-দাবার আসে সাধারণত রেস্তোরাঁ থেকে।

পার্টিতে অংশগ্রহণকারীদের সামাজিক মর্যাদার ওপর নির্ভর করে পার্টির মর্যাদা। সরকারী কর্মকর্তা এবং বিখ্যাত ব্যবসায়ীরা পার্টিগুলোর নিয়মিত অতিথি। যথেষ্ট ধনী ব্যক্তিদের পার্টিতে বলিউডের প্রখ্যাত নায়ক-নায়িকাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অনেকে হোটেলে পার্টির আয়োজন করতে চান। তবে, মুম্বাইয়ে প্রচুর হোটেল থাকলেও, ভালো হোটেলে পার্টির জন্য তিন মাস আগে থেকে বুকিং দিতে হয়।

প্রিয় শ্রোতা, আপনি কি কখনো এ ধরনের কোনো পার্টিতে অংশগ্রহণ করেছেন? করে থাকলে আপনার অভিজ্ঞতা আমাদের লিখে জানাতে পারেন।

গান

আ: আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের পরিচালক মো : আফজাল আলী খান। তিনি তার চিঠিতে লিখেছেন: নি হাউ। ২২-০৭-২০১৪ তারিখে প্রচারিত 'খোলামেলা' অনুষ্ঠানে ইয়াং ওয়েই মিং স্বর্নার উপস্থাপনায় "ঢাকা থেকে পেইচিং" ধারাবাহিক অনুষ্ঠানের ১০ম পর্বে পেইচিং চিয়াও য়ুং বিশ্ববিদ্যালয়ের কিশোর বিশ্বাস এর সাক্ষাত্কার শুনলাম। কোনো দেশে বেড়াতে গেলে বিশেষ করে সে দেশে লেখাপড়া বা চাকুরি করতে গেলে সে দেশের ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি কখনো কখনো আবশ্যিক। কিশোর বিশ্বাসের অভিজ্ঞতার বর্ণনায় এ সত্যটি মূর্ত হয়ে ফুটে উঠেছে । চীন দেশে আগমনের প্রথম দিকে চীনা ভাষা না জানায় কি রকম কষ্টকর পরিস্থিতির সম্মুখীন তিনি হয়েছেন, অধ্যাবসায় ও স্পৃহা নিয়ে চীনা ভাষা শেখার পর তিনি চীনের মতো একটি আধুনিক সভ্যতার লীলাভূমিতে সে দেশের সমাজ ও সংস্কৃতি এবং চাকুরি ক্ষেত্রে নিজেকে কীভাবে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন, যারা চীনে আসতে চান তাদের কী করলে ভালো হবে, চীনা ভাষার সঠিক উচ্চারণ কীভাবে আয়ত্ত করতে হবে, ইত্যাদি বিষয়ে স্বর্না ম্যাডামের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তরে কিশোর বাবু প্রাঞ্জল ভাষায় তার প্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। অনুষ্ঠানটি খুব উপভোগ করেছি। নবীন শিক্ষার্থীদের জন্য এ ধারাবাহিকটি একটি চমত্কার সহায়িকা হতে পারে। সবাই ভালো থাকবেন। শিয়ে শিয়ে। যাই চিয়ান।

মু: আচ্ছা, বন্ধু মো : আফজাল আলী খান, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার মতামত আমি খোলামেলা অনুষ্ঠানের উপস্থাপিকা স্বর্ণাকে জানিয়েছি। আশা করি, আপনি আমাদের অন্যান্য অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং মতামত পাঠাবেন।

আ: যশোর জেলার সুর-সংলাপ রেডিও ক্লাবের সম্পাদক মোঃ মুজিবুল হক তার ইমেলে লিখেছেন, মুক্তা আপু আমরা আপনাদের প্রচারিত প্রতিটি অনুষ্ঠান খুবই যত্ন আর মনোযোগ সহকারে শুনে আসছি। প্রতিটি অনুষ্ঠান আমাদের খুবই ভাল লাগছে। আমরা আপনাদের অনুষ্ঠান শুনে আমাদের জ্ঞানকে যেমন বিকশিত করতে পারছি, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ ঘটিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে পারছি। ধন্যবাদ সিআরআই বাংলা বিভাগকে। মেডিকেল ছাত্র মোঃ সাঈদ আল বাসেতের দেওয়া ১৫.০৭.২০১৪ তারিখের স্বাক্ষাতকার আমাদের খুবই ভাল লেগেছে। তার শিক্ষা জীবনের শুরুর এ তিন মাসে তার বিভিন্ন বাস্তব অভিজ্ঞতার কথা শুনলাম। ২২.০৭.২০১৪ তারিখে কিশোর সাহেবের প্রাণবন্ত আলোচনাও আমাদের খুবই ভাল লেগেছে। আমরা সবসময় তাদের সাফল্য কামনা করি। গত ১৭.০৭.২০১৪ তারিখের 'হাল শৈলী' অনুষ্ঠানে রোদবৃষ্টিতে ত্বকের যত্ন বিষয়ে রুবি আপু ও তৌহিদ ভাইয়ার চমত্কার আলোচনা শুনলাম। একই অনুষ্ঠানে LG কোম্পানির উদ্ভাবিত নতুন টেলিভিশন ও Smart Mobile সম্পর্কে তাজা খবর পেলাম। ১৯.০৭.২০১৪ তারিখে 'সুরের ধারায়' সাধনা সারগামের গাওয়া-প্রিয়তমা কি লিখি তোমায়, বুঝবেনা কেউ বুঝবেনা, মিতালি মুখার্জির গাওয়া-মনত মানেনা প্রাণত মানেনা, এ শুধু গানের দিন, অনুরাধা পাডওয়ালের গাওয়া- যে কথা বলিনি সেদিন, এ কি প্রেম নাকি অভিনয় এবং সব শেষে মৌসুমি ভৌমিকের গাওয়া বৃষ্টি পড়েরে--- প্রতিটি গান আমাদের হৃদয় ছুয়ে গিয়েছে। এ সব গান যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকবে। দৃষ্টির সীমানায় এর-২১.০৭.২০১৪ তারিখের অনুষ্ঠানে চীনে ছায়ানট বিশ্ববিদ্যালয়ে বাংলাভাষা শিক্ষার উপর বিস্তারিত তথ্য পেলাম। একই সাথে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মজার ও বিরল কিছু বিভাগ নিয়ে আলোচনা আমাদের খুবই অবাক করেছে। আমাদের ধারণাতেও ছিলনা যে, বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়গুলোতে অবাক করার মত এসব বিষয়ে পড়ানো হয়। মুক্তা আপু, আমরা অনুষ্ঠান শোনার পাশাপাশি CRI এর প্রচার যথাযথ ভাবে চালিয়ে যাচ্ছি। আমাদের বন্ধু মহলে CRI এর ব্যাপক পরিচিতি ও প্রসার ঘটেছে। সকলেই নিয়মিম/অনিয়মিতভাবে অনুষ্ঠান শুনছে আর সময় পেলেই ওয়েবপেইজে চোখ রাখছে। আজ তাহলে এখানেই শেষ করছি । আগামিতে আরো পত্র লেখার আশা রইল।

মু: বন্ধু মোঃ মুজিবুল হক, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন এবং মতামত দিয়ে থাকেন। আপনাকে ধন্যবাদ।

আ: বাংলাদেশের গোপালগঞ্জ সি আর আই ফ্রেন্ডস ক্লাবের কানন রানী টিকাদার ইমেলে লিখেছেন, চায়না রেডিও ইন্টারন্যাশনাল এর বাংলা অনুষ্ঠান আজো গ্রামের শ্রোতাদের নিকট খুব প্রিয় ও আকর্ষণীয়। আমরা সন্ধ্যা হলেই চায়না রেডিও এর বাংলা অনুষ্ঠান শুনতে বসে যাই। চীনাদের কন্ঠে বাংলা কথা, বাংলা গান শুনতে খুবই ভালো লাগে। এখন সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যুন্ত এই বাংলা অনুষ্ঠান হয় যার বেশিরভাগ সময় আমরা তা শুনি। আমরা আগেও যেমন চায়না রেডিওর সাথে ছিলাম এখনো তেমন আছি আগামীতেও থাকব। ভালো থাকবেন এই কামনায়-

মু: বন্ধু কানন রানী টিকাদার, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন।

আ: বাংলাদেশের রাজশাহী জেলার প্রফেসর সাইফুল ইসলাম থান্দার নিজের কন্ঠে গাওয়া একটি সুন্দর গান আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আমরা এখন একসাথে তাঁর এ গানটি শুনবো।….

মু: বন্ধু সাইফুল ইসলাম থান্দার, আপনার কন্ঠে গানটি খুবই সুন্দর। আশা করি শ্রোতারও গানটি উপভোগ করেছেন। আপনাকে ধন্যবাদ জানাই।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040