Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৯ আগস্ট
  2014-10-09 14:57:37  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি ব্রাজিল বিশ্বকাপে ব্যবহৃত চীনের তৈরি কিছু সামগ্রী নিয়ে আলোচনা করতে চাই। চীন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ না-পেলেও, চীনের তৈরি বেশকিছু জিনিস ব্রাজিল বিশ্বকাপে ব্যবহৃত হয়েছে। বিশ্বকাপে ব্যবহৃত ফুটবল, ম্যাস্কট, বিভিন্ন দেশের জাতীয় পতাকা, স্টেডিয়ামের নিরাপত্তা পরীক্ষা যন্ত্র, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি তৈরি হয়েছে চীনে। জার্মানির 'ফ্রান্কফুর্ট' নামের পত্রিকায় বলা হয়েছে, চীনের তৈরি সামগ্রী ছাড়া এবারের বিশ্বকাপের সুষ্ঠু আয়োজন সম্ভব হতো কি না সন্দেহ আছে।

বিশ্বকাপে ব্যবহৃত 'ফুটবল' কিভাবে চীনে তৈরি হয়েছে? সে এক লম্বা গল্প।

১৯৭০ সাল থেকেই বিশ্বখ্যাত অ্যাডিডাস কোম্পানি বিশ্বকাপের ফুটবল সরবরাহ করে আসছে। শুরুতে কোম্পানিটি এ কাজে পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করতো। কিন্তু ২০০৫ সালে পাকিস্তানে ক্রীড়াসামগ্রী নির্মাণ কারখানাগুলোতে শিশুশ্রমিক কাজ করে বলে খবর প্রকাশিত হয়। ফলে অ্যাডিডাসের সাথে পাকিস্তানের সহযোগিতা বন্ধ হয়ে যায়।

২০০৬ সালে জার্মান বিশ্বকাপের জন্য অ্যাডিডিস থাইল্যান্ডের সাথে সহযোগিতার ভিত্তিতে ফুটবল তৈরি করেছিল। আর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে চীন বিশ্বকাপের ফুটবল তৈরির কাজ পায়। ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড় আফোনসো আলভেস বলেন, এবারের বিশ্বকাপে ব্যবহৃত 'ব্রাজুকা' একটি আকর্ষণীয় ফুটবল।

বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলে অবকাঠামো নির্মাণের যে বিপুল কাজ হয়েছে, চীন তাতেও অংশ নিয়েছে। বিশ্বকাপের জন্য ব্রাজিল ছয়টি নতুন স্টেডিয়াম নির্মাণ করে এবং ছয়টি পুরনো স্টেডিয়াম পুনর্গঠন করে। এর মধ্যে চীনা শিল্প-প্রতিষ্ঠান ছয়টির নির্মাণে অংশ নেয়।

বিশ্বকাপ উপলক্ষ্যে চীনে উত্পাদিত বিদ্যুত্চালিত গাড়িও ব্রাজিলের বাজারে প্রবেশ করে। রিও ডি জেনিরোর পাঁচটি উপকন্ঠে চীনের সিএনআর সিআরসি কোম্পানির উত্পাদিত 'ব্রাজিল ইএমইউ' বিদ্যুত্চালিত গাড়ি ব্যবহার করা হয়। জানা গেছে, রিও ডি জেনিরো এসময় মোট ৯০টি 'ব্রাজিল ইএমইউ' আমদানি করেছে। 'ব্রাজিল ইএমইউ'-এর সর্বোচ্চ গতি হল ঘন্টায় ১০০ কিলোমিটার। মানের দিক দিয়ে 'ব্রাজিল ইএমইউ' ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর্যায়ের বলে জানা গেছে।

এ ছাড়া, চীনের হুয়াওয়েই কোম্পানি বিশ্বকাপের সময় ব্রাজিলের ১২টি শহরের টেলিযোগাযোগের দায়িত্ব পালন করে।

বিশ্বকাপের স্টেডিয়ামের তিন দিকে যে ইলেকট্রনিক বিজ্ঞাপনী পর্দা ব্যবহার করা হয়েছে, সেগুলো চীনের অটো ইলেক্ট্রিক কোম্পানির তৈরি।

চীনের ইংলি কোম্পানি হল একটি সবুজ বিদ্যুত্ উত্পাদন কোম্পানি। বিশ্বকাপের ৬টি স্টেডিয়াম ও সেগুলোর মিডিয়া সেন্টারে সৌরশক্তির ব্যবস্থা করেছে এ কোম্পানি।

চীনের নানচে গ্রুপ বিশ্বকাপে নতুন জ্বালানিচালিত বাস সরবরাহ করেছে।

বন্ধুরা, আপনারা কি চীনের তৈরি কোনো সামগ্রী ব্যবহার করেন? আপনার কি এ ব্যাপারে কোনো সুন্দর গল্প আছে? থাকলে, আমাকে লিখে জানাতে পারেন। মুক্তার কথা অনুষ্ঠানে আমরা সে গল্প পড়ে শোনাবো।

গান

মু: আচ্ছা, বন্ধুরা, এখন আপনাদের চিঠিপত্র পড়ে শোনানোর পালা। আজকের অনুষ্ঠানে আপনারা যেসব শ্রোতার চিঠি শুনবেন তারা হলেন: বালাদেশের সুনামগঞ্জ জেলার মোঃ শাহাদত হোসেন, রাজশাহী জেলার এসএম মনির হোসেন, নওগাঁ জেলার ববি আকতার, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মো. হাফিজুর রহমান।

আ: বাংলাদেশের রাজশাহী জেলার এসএম মনির হোসেন তার চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু এসএম মনির হোসেন, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে নিয়মিত লিখবেন।

আ: বাংলাদেশের নওগাঁ জেলার মোনগেলা অনলাইন ফ্যান ক্লাবের সভাপতি ববি আকতার লিখেছেন, আমার শুভেচছা গ্রহণ করুন। আশা করি, আপনারা সবাই ভাল আছেন। আমি একটি ক্লাবের নারী সভাপতি। আমাদের ক্লাবের সকল সদস্য নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনেন এবং ওয়েবসাইট দেখে থাকেন। খুব ভাল লাগে তা তাদের। বর্তমানে আমরা ক্লাবের পক্ষ থেকে এলাকায় আপনাদের শ্রোতা সংখ্যা বাড়ানোর অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচিছ। ইতিমধ্যে অনেক শ্রোতা খুঁজে পাওয়া গেছে। অনেকের মাঝে আপনাদের অনুষ্ঠানমালা ফটোকপি করে বিতরণ করা হচেছ। এ ছাড়া, ক্লাবের পক্ষ থেকে দরিদ্র মেয়েদের সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবারো পত্র পাঠাব।

মু: বন্ধু ববি আকতার, নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদের অনুষ্ঠানের পক্ষে প্রচারণা চালানোর জন্য আপনাকে ও আপনার ক্লাবের অন্য সদস্যদের ধন্যবাদ জানাই। আশা করি, আপনার ক্লাবের অন্যান্য সদস্যরাও আমাদের নিয়মিত লিখবেন।

আ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ চিঠিতে লিখেছেন, ...

মু: আচ্ছা, বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে নিয়মিত চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার পাঠানো নিজের কন্ঠে গান আমি পাইনি। আপনি সুযোগ পেলে আমার নিজস্ব ইমেল ঠিকানায় আরেকবার পাঠান। আমি মুক্তার কথা অনুষ্ঠানে তা সম্প্রচার করবো। এখন আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীন গণ প্রজাতন্ত্রের জাতীয় পতাকা পাঁচ তারকাখচিত লাল পতাকা। এর দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হল ৩:২। জাতীয় পতাকার রঙ লাল, এটি বিপ্লবের নিদর্শন। পতাকার পাঁচটি পাঁচ-কোনা তারকার রঙ হলুদ, চারটি ছোট পাঁচ-কোনা তারকার প্রত্যেকটির একটি কোনা মূল তারকার কেন্দ্রস্থলের দিকে মুখ করে আছে, এটি কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বিপ্লবী জনগণের মহা ঐক্যের নিদর্শন। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার চিঠিতে লিখেছেন: রেডিও নামক ছোট্ট এ যন্ত্রটি যে এতোটা উপকারী ও গুরুত্বপূর্ণ হতে পারে, তা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সন্ধান না পেলে হয়তো অজানাই থেকে যেতো। চীন আন্তর্জাতিক বেতার বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক। প্রতিদিন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত কিছুটা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোন একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারি না। বিশ্ব তথা আমাদের স্বপ্নের ভূমি চীন সমন্ধে আমাদের জ্ঞানলাভ ও জানা-শোনা হয়েছে, তা কেবল চীন আন্তর্জাতিক বেতার নামক অনুপম বন্ধুর কারণেই সম্ভবপর হয়ে উঠেছে। তাই চীন আন্তর্জাতিক বেতারের কাছে আমাদের অশেষ ঋণ। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের এ অনবদ্য প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি। চীন আন্তর্জাতিক বেতার সব সময়েই প্রমাণ করে চলেছে, বাংলা ভাষায় এটি সবচেয়ে আকর্ষণীয়, সমৃদ্ধ ও শিক্ষণীয় রেডিও অনুষ্ঠান যা কেবল চীন-কে নয় গোটা দুনিয়াকে সুন্দর ও বস্তুনিষ্ঠরূপে তার বিপুল শ্রোতাদের সামনে উপস্থাপন করছে। সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান এবং তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট উপহার দেবার জন্য চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন।

মু: বন্ধু হাফিজুর রহমান, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। অনেকদিন পর আপনার চিঠি পেলাম। আশা করি আপনি নিয়মিত আমাদের লিখবেন। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040