Web bengali.cri.cn   
চীনের ইসলাম ধর্ম সমিতির ঈদুল আজহা উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন
  2014-10-05 18:15:23  cri

অক্টোবর ৫: চীনের ইসলাম ধর্ম সমিতি ঈদুল আজহা উপলক্ষে গতকাল (শনিবার) সন্ধ্যায় পেইচিংয়ে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে ।

চীনের কমুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়েন তুং, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপ-চেয়ারম্যান আরকা ইমিরবাকী, রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-প্রেসিডেন্ট, কেন্দ্রীয় যুক্ত ফ্রন্ট বিষয়ক দফতরের মন্ত্রী লিং চি হুয়া, রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় জাতিগত সম্পর্কিত কমিশনের পরিচালক ওয়াং চেং উয়েই এবং রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-প্রেসিডেন্ট মা পিয়াও এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।

গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের স্থায়ী সদস্য, চীনের ইসলাম ধর্ম সমিতির পরিচালক ইমাম হাজী হিলালেনতাইন ছেন কুয়াং ইয়ান অনুষ্ঠানে ভাষণ প্রদান করেন।

ভাষণে তিনি চীনের ইসলাম ধর্ম সমিতির পক্ষ থেকে সারা বিশ্বের মুসলমানদেরকে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে মহান চীনের ৬৫তম বার্ষিকী ও ঈদুল আজহা উপলক্ষে তিনি আশা করেন যে, চীন আরো সমৃদ্ধ হবে, জনগণ সুখী হবে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে।

চীনে নিযুক্ত আরবের কূটনৈতিক, ওমানের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আল-সাদি এবং চীনে নিযুক্ত ৪০টিরও বেশি ইসলামী দেশগুলোর রাষ্ট্রদূতসহ চীনের বিভিন্ন ইসলামী প্রতিনিধিদের মোট ২৮০জনেরও বেশি সদস্য এ অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন। (জিনিয়া ওয়াং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040