Web bengali.cri.cn   
জনসাধারণের স্বার্থ রক্ষা ও উন্নয়নই হচ্ছে আমাদের সব কাজের মূল লক্ষ্য: চীনের প্রেসিডেন্ট
  2014-10-01 18:50:25  cri
অক্টোবর ১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা ও সার্বিক উন্নয়নই হচ্ছে আমাদের সকল কাজের মূল লক্ষ্য। তিনি গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পেইচিংয়ের মহা গণভবনে আয়োজিত জাতীয় দিবসের এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে লি খ্য ছিয়াং, চাং তে চিয়াং, ইউ চেং সেং, লিউ ইন সান, ওয়াং ছি সান, চাং কাও লি প্রমুখ চীনা নেতৃবৃন্দসহ তিন সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট বলেন, গত ৬৫ বছর ধরে চীন নিজস্ব বৈশিষ্ট্যময় একটি সমাজতান্ত্রিক শাসন পদ্ধতি অনুসরণ করে আসছে এবং এ প্রক্রিয়ায় দেশটি অনেক উন্নতও হয়েছে। তার দেশ বরাবরের মতোই একটি স্বাধীন বিদেশনীতি অনুসরণ করে চলবে উল্লেখ করে তিনি বলেন, চীন বিশ্বের শান্তি ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।

প্রেসিডেন্ট আরো বলেন, চীনের সরকার সুষম ও অভিন্ন উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আরো জোরদার করবে। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040