Web bengali.cri.cn   
হজ নিয়ে লতিফ সিদ্দিকীর বক্তব্যের তীব্র নিন্দা জানালো ২০-দলীয় জোট; গ্রেপ্তার দাবি
  2014-10-01 17:53:44  cri

অক্টোবর ১: হজ নিয়ে বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কটূক্তির তীব্র নিন্দা জানিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। জোট তাকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছে। আজ (বুধবার) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মঙ্গলবার রাতে ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে মন্ত্রিসভা থেকে লতিফসিদ্দিকীরঅপসারণনিয়েসরকারধূম্রজালসৃষ্টিকরেছেবলেওঅভিযোগতোলাহয়। তিনি বলেন, বলা হচ্ছে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে; কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ঈদ ও পূজার কারণে আপাতত ২০-দলীয় জোট কোনো কর্মসূচি দেয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, এ ব্যাপারে সরকার ব্যবস্থা গ্রহণ না-করলে কর্মসূচি দেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, বৈঠকে ২০-দলীয় জোটের আটক সকল নেতার মুক্তি এবং তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

উল্লেখ্য, গতরোববারনিউইয়র্কেটাঙ্গাইলসমিতিরসাথে এক মতবিনিময় সভায় আবদুল লতিফসিদ্দিকীহজ, তাবলিগজামাত, প্রধানমন্ত্রীরপুত্রসজীবওয়াজেদজয় ও সাংবাদিকদেরসম্পর্কেবিরূপ মন্তব্যকরেন। এতে বাংলাদেশের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সরকারের পক্ষ থেকে প্রচার করা হয় যে, তাকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040