Web bengali.cri.cn   
আইএস-এর কবল থেকে একটি গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে ইরাকি কুর্দি যোদ্ধারা
  2014-10-01 17:45:58  cri
অক্টোবর ১: ইরাকের কুর্দি যোদ্ধারা গতকাল (মঙ্গলবার) ইসলামিক স্টেট বা আইএস-এর কবল থেকে ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহর রাবিয়া মুক্ত করেছে। 'রাবিয়া' মুক্ত অভিযান চলাকালে অন্তত ৪০ জন চরমপন্থী যোদ্ধা নিহত হয়। ইরাকের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা এ তথ্য জানান।

তিনি জানান, মার্কিন যুদ্ধ বিমানের সহায়তায় কুর্দি যোদ্ধারা আইএস-এর চরমপন্থীদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ে লিপ্ত হয় এবং শেষ পর্যন্ত শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

এদিকে, ইরাকের আল-আনবার প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার সিরিয়া সীমান্তে ইরাকের কাইম শহরে আইএস-এর কয়েকটি লক্ষ্যবস্তুর ওপর বোমা হামলা চালায়। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040