Web bengali.cri.cn   
সিগারেটের দাম দ্বিগুণ করছে দক্ষিণ কোরিয়া
  2014-10-22 20:13:15  cri

দক্ষিণ কোরিয়া সরকার সে দেশে সিগারেটের দাম প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। সরকারের এই প্রস্তাব কার্যকর হলে বর্তমানে যে সিগারেটের দাম ২৫০০ ওউন, আগামী বছর তা ৪৫০০ ওউনে (২.৭০ ডলার) কিনতে হবে।

সরকার বলছে, দেশটিতে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনতে তারা এ প্রস্তাব করেছে।

দেশটির সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, সংসদে বিলটি উত্থাপিত হলে তা শক্ত বিরোধিতার মুখে পড়তে পারে। ইতোমধ্যেই ধূমপায়ীদের বিভিন্ন সংগঠন এ প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে।

সরকার আশা করছে, এতে দেশটির ধূমপায়ী পুরুষের সংখ্যা কমবে। বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ধূমপায়ী পুরুষের হার সবচেয়ে বেশি। সেখানকার প্রায় ৪১ শতাংশ পুরুষই ধূমপায়ী। ২০১২ সালের 'অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের' (ওইসিডি) রিপোর্টে বলা হয়েছে, বিশ্বে পুরুষ ধূমপায়ীর গড় হার ২৬ শতাংশ।

নারী-পুরুষ মিলিয়েও দক্ষিণ কোরিয়ায় ধূমপায়ীর হার ২৩ শতাংশ। যেখানে, ওইসিডির হিসাবে এর গড় পরিমাণ হলো ২১ শতাংশ।

ইয়োনহ্যাপের তথ্যমতে, দক্ষিণ কোরিয়ায় ২০১৪ সালে সর্বশেষ সিগারেটের দাম ৫০০ ওউন বাড়ানো হলে ধূমপায়ীর সংখ্যা ১৫ শতাংশ কমে যায়।

সরকার মনে করছে, এই মূল্যবৃদ্ধিতে কর হিসাবে রাষ্ট্রীয় কোষাগারে বাড়তি ২.৮ ট্রিলিয়ন ওউন যুক্ত হবে।

কোরিয়ান স্মোকিং অ্যাসোসিয়েশন সংবাদ সংস্থা এএফপিকে বলেছে, রাষ্ট্রের কল্যাণমূলক কাজের বর্ধিত ব্যয় সামাল দেওয়ার জন্য ধূমপায়ীদের বলির পাঁঠা বানানো হচ্ছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040