Web bengali.cri.cn   
জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনি জনগণের প্রতি আবারো সমর্থন প্রকাশ করলেন বিশ্ব নেতৃবৃন্দ
  2014-09-30 18:07:28  cri

সেপ্টেম্বর ৩০: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি আবারো সমর্থন প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। গতকাল (সোমবার) ছিল অধিবেশনের ৬ষ্ঠ দিন। এ পর্যন্ত শতাধিক দেশের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তৃতা করেছেন।

সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ বলেন, ফিলিস্তিন সমস্যা বিশ্ব বিবেকের একটি ক্ষতের মতো। ইসরাইল-ফিলিস্তিন স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন দেশের বৈধ দাবি পূরণের বিষয়টি অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা উচিত নয়।

সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেন, ফিলিস্তিনের জনসাধারণের নিজ নিজ বাসস্থানে ফিরে আসার এবং আত্মশাসনের অধিকার থেকে তাদের বঞ্চিত রাখা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ আহমাদ আল-খলিফা তার ভাষণে বলেছেন, ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসানের জন্য একটি নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা উচিত। অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি বলেও তিনি মন্তব্য করেন। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040