Web bengali.cri.cn   
সন্ত্রাস দমনের প্রশ্নে মার্কিন 'দ্বৈতনীতির' সমালোচনা করলো সিরিয়া
  2014-09-30 16:56:28  cri

সেপ্টেম্বর ৩০: সন্ত্রাস দমনের প্রশ্নে যুক্তরাষ্ট্র দ্বৈতনীতি অনুসরণ করে আসছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম। তিনি গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এ অভিযোগ করেন। এসময় তিনি সন্ত্রাসী সংগঠনগুলোকে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা না-দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ভাষণে সিরীয় মন্ত্রী বলেন, ইসলামিক স্টেটসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের অর্থ ও জনবলের উত্স বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে জাতিসংঘ আগস্টে একটি প্রস্তাব গ্রহণ করেছিল; কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে তেমন কিছু করা হয়নি। তিনি অভিযোগ করেন, সিরিয়ার তথাকথিত উদারপন্থীদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে যুক্তরাষ্ট্রই সাহায্য করেছে।

তিনি আরো বলেন, সামরিক শক্তি প্রয়োগ করে সন্ত্রাস দমন করা সম্ভব। তার দেশ সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের শর্তে সন্ত্রাস-বিরোধী যে-কোনো উদ্যোগকে সমর্থন করে বলেও তিনি জানান। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040