Web bengali.cri.cn   
২৯ সেপ্টেম্বর দৃষ্টির সীমানায় -শ্রোতার চিঠি
  2014-09-29 18:46:44  cri
১.

শ্রোতাবন্ধু মো: সোহেল রানা হৃদয়ের চিঠি। 'ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব' (FDC) এর প্রেসিডেন্ট তিনি। একই সঙ্গে তিনি ভিউয়ার, আইজিএসএন্ডসি। ঢাকা সেনানিবাস থেকে তিনি লিখেছেন,

০৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখের 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠান সম্পর্কে মতামত:

প্রথমে ফেইফেই আপু আর টুটুল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি সপ্তাহের এই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। বিশ্বের নানা দেশের নানা রকম রকমারি খবর শোনার জন্য।

গত ৮ সেপ্টেম্বরের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের আইন নিয়ে আলোচনা বেশ ভাল লেগেছে। আপনাদের উপস্থাপনায় দারুণ মজার বিষয়গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ। বেশ হেসেছি বিভিন্ন দেশের অদ্ভুত আইন কানুনের কথা শুনে। আসলেই মানুষ কত কিছু করে আর কত ফাঁক থেকে যায় সেখানে। হাস্যকর এ সব আইন কানুনের কতটা এখনও প্রয়োগ আছে সেটা জানিনা তবে এ ধরনের আইনগত মজার কিছু বিষয় বেশ সব দেশের আইনেই কম বেশী আছে। আমি বেশ উপভোগ করেছি এই পর্বটি।

বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ, আর টুটুল ভাই এবং ফেইফেই আপুকে তো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভাল থাকবেন সবাই।

২.

সোহলে রানা হৃদয়ের আরেকটি চিঠি পড়বো এখন, তিনি লিখেছেন,

গত ২৬ আগস্ট ২০১৪, রোজ মঙ্গলবার।

দিনটি ছিল আমার জন্য দারুণ স্পেশাল। কারণ বেতার সংশ্লিষ্ট বেশ কয়েকজন নতুন বন্ধুর সাথে প্রথম ফোনে কথা হয়েছে। নফল রোজা রেখেছিলাম, ইফতার শেষে নামাজ পড়ে উঠতেই আচমকা একটি বিদেশী নাম্বার থেকে ফোন এলো। রিসিভ করতেই ফোনের ওপার থেকে দারুণ একটি চেনা কণ্ঠ আমার কানে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে প্রশ্ন করলেন-আপনাকে কি বলে ডাকবো-সোহেল ভাই--রানা ভাই নাকি হৃদয় ভাই?

আমার বুঝতে বাকি রইলো না-কে কথা বলছেন। হাসতে হাসতে বললাম টুটুল ভাই, চীন আন্তর্জাতিক বেতার থেকে। দুজনেই কিছুক্ষণ হাসলাম। তারপর শুরু হলো ম্যারাথন কথোপকথন।

বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার কথা হয় দীর্ঘ ৪৬ মিনিট।

কত কথা যে বললাম। টুটুল ভাইকে বলতে গেলে আমি সুযোগই দিইনি। শুধু আমিই বলেছি।

সিআরআই এর সকল অনুষ্ঠান, অনুষ্ঠানের মান, সময় সব বিষয় নিয়ে কথা হয়েছে। অবশেষে ব্যক্তিগত কথাও হয়েছে। আরো কত কথা হয়েছে সেটাতো ভাই সব বলা যাবে না।

আমি আগেই লিখেছিলাম দিনটি ছিল আমার জন্য দারুণ স্পেশাল। কেন বলেছিলাম-সেটি হচ্ছে, এর আগে সিআরআইতে কর্মরত কোন বাংলাদেশি আমাকে ফোন করেনি ব্যক্তিগতভাবে। আর তাই এ ফোন কলটি আমার জন্য বিরাট স্পেশাল।

ঐদিনই আমার সাথে টুটুল ভাইয়ের কথা বলার পর আমাকে ফোন করেছিলেন নাটোরের শ্রোতা বন্ধু আব্দুল হান্নান। তার সাথেও বেতার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। কথা হয় ব্যক্তিগত বিষয় নিয়েও। তাকেও জানিয়েছি কিছুক্ষণ আগে এনামুল হক টুটুল ভাই সিআরআই থেকে ফোন করেছিলেন।

আব্দুল হান্নান ভাইয়ের সাথে কথা চলাকালীন ফোন করে কুমিল্লার শ্রোতাবন্ধু সোহাগ ব্যাপারী। পাশাপাশি দুই ফোনে সোহাগের সাথে বলা কথোপকথন হান্নান ভাইকে শুনিয়েছি।

এর কিছুক্ষণ পরেই রাজশাহীর শ্রোতা বন্ধু আবু সাঈদ ফোন করে আমাকে।

এভাবে আমার গতকালের সময় কখন সন্ধে থেকে রাত্রি সাড়ে এগারোটা হয়ে গেছে বুঝতেই পারিনি।

এভাবে প্রতিদিনই কোন না কোন বেতার শ্রোতার সাথে আমার কথা হয়। আমি এই বিষয়টিকে খুব উপভোগ করি। দারুণ লাগে নতুন নতুন বন্ধুদের সাথে কথা বলতে।

বিশাল প্রসারিত ক্ষুদ্র দুনিয়ায় মাত্র কয়েক দিনের অতিথি আমরা- আসুন বন্ধুত্ব গড়ে তুলি বিশ্বজুড়ে।।।

আমাকে ফোন করার জন্য সবাইকে ধন্যবাদ।

সোহেল রানা হৃদয়।

৩.

এখন আমাদের আরেক প্রিয় শ্রোতাবন্ধু এস এম আনোয়ার কবিরের চিঠি পড়ে শোনাবো,

আনোয়ার কবির রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিরাজগঞ্জ জোনাল কার্যালয়ে কর্মরত আছেন। তিনি লিখেছেন,

প্রিয় সিআরআই,

আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি সিআরআই এর 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। 'দৃষ্টির সীমানায়' মানেই মজা। আমাদেরকে মজার মজার অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুও কামনা করছি ।

এবারের পর্বে পৃথিবীর বিভিন্ন দেশের আইন নিয়ে মজার মজার তথ্য পেলাম। আসলেই কোন কোন দেশের আইন অন্য দেশের মানুষের কাছে হাস্য ও কৌতুকপূর্ণ। যেমন- ব্রিটেনের একটি মজার আইন- যে ডাকটিকিটে দেশের রাজার ছবি ছাপানো আছে, এমন ডাকটিকিট যদি উল্টোভাবে আঁটকানো হয়, তাহলে তা দেশদ্রোহীমূলক আচরণ হবে। সমুদ্রসৈকতে যদি কোনো মৃত তিমি পাওয়া যায়, তাহলে এ তিমির মাথা হল রাজার সম্পদ, আর লেজ হল রানীর সম্পদ। এদেশে পার্লামেন্ট ভবনে মৃত্যুবরণ করা আইনত নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি আইন- যারা মাতাল হয়েছে এবং নড়বড়েভাবে হাঁটাহাঁটি করে তাদের চলাফেরা এ রাজ্য একেবারেই অবৈধ। যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে গভীর ঘুমে আচ্ছন্ন কোনো নারীকে চুম খাওয়া অবৈধ।

স্যানসালভাদর দেশের আইন- স্যানসালভাদরে ফ্রিং স্কোয়াড যদি রাস্তায় কোনো মাতাল ড্রাইভারকে দেখে, তাহলে এমন ড্রাইভারকে হত্যা করার অধিকার আছে তাদের।

যুক্তরাষ্ট্রের ভারমোন্ট রাজ্যে কোনো নারী যদি নকল দাঁত পরতে চান, তাহলে স্বামীর লিখিত অনুমোদন নিতে হবে তাকে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে একটি ভয়ঙ্কর আইন- কোনো অবিবাহিত নারী যদি রোববার প্যারাসুট থেকে জাম্প করে, তাহলে তাকে কারারুদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্রের রোডস আইল্যান্ডে কোনো দোকানের মালিক যদি রোববার একই ক্রেতার কাছে একইসঙ্গে টুথপেস্ট ও ব্রাশ বিক্রি করেন তাহলে তা অবৈধ।

এবার একটি অনুরোধ- সম্প্রতি পত্রিকা মারফত জানতে পারলাম- ইন্দোনেশিয়ায় একটি আচার-অনুষ্ঠানের নাম মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান। দেশটির দক্ষিণ সুলাওয়েসির তোরাজা গ্রামের রীতি অনুযায়ী ফি বছর মৃত স্বজনদের কবর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা হয়। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রত্যাশা করছি।

৪.

এবারে আমাদের আরেক প্রিয় শ্রোতাবন্ধু মোঃ উজ্জল হোসেনের চিঠি। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী থেকে তিনি লিখেছেন,

সুপ্রিয় ইউ এ আপনি কেমন আছেন ? 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানে চীনের ও নানা দেশের ভাল দিক নিয়ে নিয়ে আলোচনা আমার কাছে বেশ ভাল লেগেছে। আমি CRI এর একজন নিয়মিত শ্রোতা, আমি CRI কে ভালবাসি আরো ভালবাসি আপনাদের । আশা করি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে একই সাথে পথ চলতে পারবো । দিন দিন আপনাদের অনুষ্ঠান বেশ ভালই লাগছে। আমরা আপনাদের সহযোগিতা চাই। ভাল থাকবেন।

৫.

এখন আমাদের প্রিয় শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদারের চিঠি। ঢাকার গুলশান ১ নম্বরে থাকেন তিনি। তিনি লিখেছেন,

'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানটি আমার কাছে কতটা যে ভালো লাগে তা ভাষায় বুঝাতে পারব না। বিভিন্ন দেশের আইন নিয়ে প্রতিবেদনটি আমার কাছে দারুণ ভালো লেগেছে। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের বিচিত্র সব আইনের বেশকিছু নমুনা এখানে তুলে ধরা হয়েছে যা ভয়ঙ্কর আর হাস্যকর। সুন্দর এই অনুষ্ঠানটি আর প্রতিবেদনের জন্য 'দৃষ্টির সীমানায়' আসরের প্রযোজকদের ধন্যবাদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040