Web bengali.cri.cn   
তথাকথিত গণতন্ত্রপন্থীদের 'কেন্দ্র দখল'আন্দোলনের নিন্দা জানালো হংকংয়ের বিভিন্ন মহল
  2014-09-29 18:41:09  cri

সেপ্টেম্বর ২৯: হংকংয়ে তথাকথিত গণতন্ত্রপন্থীদের 'কেন্দ্র দখল' আন্দোলন এবং অবৈধ কর্মকাণ্ড ও অবস্থান ধর্মঘটের তীব্র নিন্দা জানিয়েছে চীনের এই বিশেষ অঞ্চলের বিভিন্ন মহল। তারা শান্তিপূর্ণ ও যুক্তিসংগত উপায়ে নিজেদের অভিমত প্রকাশ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন।

এদিকে, হংকং চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এক খোলা চিঠিতে, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি শান্ত থাকার এবং রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালে হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনের পদ্ধতি সম্পর্কে চীনের গণকংগ্রেসের স্থায়ী কমিটির সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৬ সেপ্টেম্বর তথাকথিত গণতন্ত্রপন্থীরা হংকংয়ের সরকারি ভবন ও সংসদভবনে অবৈধভাবে ঢুকে পড়ার চেষ্টা করে। এ ছাড়া, তারা গতকাল (রোববার) থেকে হংকংয়ের মূল রাস্তায় অবস্থান ধর্মঘট পালনের মাধ্যমে শহরের স্বাভাবিক জনযাত্রা বিপর্যস্ত করে তোলে। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040