Web bengali.cri.cn   
প্রথম 'কনফুসিয়াস ইনস্টিটিউট দিবস' পালিত
  2014-09-27 18:59:45  cri

সেপ্টেম্বর ২৭: কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি উপলক্ষে আজ (শনিবার) পেইচিংয়ে পালিত হয়েছে প্রথম 'কনফুসিয়াস ইনস্টিটিউট দিবস'। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী, কনফুসিয়াস ইনস্টিটিউট কাউন্সিলের চেয়ারম্যান লিউ ইয়ান তুং দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের অভিনন্দনবাণী পড়ে শোনান।

চীনের শিক্ষামন্ত্রী, কনফুসিয়াস ইনস্টিটিউট কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউয়ান কুই রেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কনফুসিয়াস ইনস্টিটিউট সদর দপ্তরের স্থায়ী সদস্য, চীনে ৪৩টি দেশ বা সংস্থার দূত, ৩০টি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও শিক্ষার্থীসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার বিশ্বের ১২৩টি দেশ ও অঞ্চলের প্রায় ১২০০টি কনফুসিয়াস ইনস্টিটিউট ও কনফুসিয়াস ক্লাসরুম উন্মুক্ত ক্লাস, হস্তলিপিশিল্প প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা সাংস্কুতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে। (শিশির/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040