Web bengali.cri.cn   
ভারতের লোকসভার স্পীকারের সঙ্গে প্রেসিডেন্ট সি'র বৈঠক
  2014-09-19 18:42:48  cri
সেপ্টেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (শুক্রবার) নয়াদিল্লীতে ভারতের লোকসভার স্পীকার সুমিত্র মহাজনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠককালে প্রেসিডেন্ট সি বলেন, স্পীকার সুচিত্র মহাজন হলেন ভারতের লোকসভার প্রবীণ নেতা। এ শতাব্দীর প্রথম দিকে যখন লোকসভার সরকার ক্ষমতাসীন ছিলো তখন চীন ও ভারতের সার্বিক সম্পর্কের দ্রুত উন্নয়ন অর্জিত হয়। বর্তমান বিশ্বের দুটি উন্নয়নশীল দেশ ও নবোদিত বাজার দেশ হিসেবে চীন ও ভারতের উন্নয়নের লক্ষ্য একই এবং উন্নয়নের ধারণাও প্রায় একইরকম। তাই দু'দেশের সহযোগিতা জোরদার করে আরো ঘনিষ্ঠ অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করা উচিত। আমার এবারের সফরকালে দু'দেশের মধ্যে ধারাবাহিক বিনিময়ের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

চীনের জাতীয় গণ কংগ্রেস ভারতের লোকসভার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে চায় বলে প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন। দু'পক্ষ অব্যাহতভাবে আদানপ্রদান জোরদার করবে এবং পারস্পরিক আস্থা ও মৈত্রী বাড়াবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সুমিত্র মহাজন ভারতের লোকসভার পক্ষ থেকে প্রেসিডেন্ট সি'কে স্বাগত জানান এবং বলেন, ভারত ও চীনের জনগণের যোগাযোগের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতীয় জনগণ চীনের উন্নয়নের সাফল্যের প্রশংসা করেন। দু'দেশ হাতে হাত রেখে সহযোগিতা জোরদার করবে এবং অভিন্ন উন্নয়ন অর্জন করবে বলে তিনি আশা করেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040