Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের ভাষণ সম্পর্কে ভারতের বিভিন্ন মহলের উচ্চ মূল্যায়ন
  2014-09-19 18:21:32  cri

সেপ্টেম্বর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বৃহস্পতিবার) ভারতের ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স কাউন্সিলে 'হাতে হাত রেখে জাতির পুনর্জাগরণের স্বপ্ন খোঁজা' শিরোনামে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন।

ভাষণে তিনি জোর দিয়ে চীন ও ভারতকে আরো ঘনিষ্ঠ উন্নয়নের অংশীদার এবং কূটনৈতিক সহযোগিতার অংশীদার হবার কথা উল্লেখ করেন।

ভারতের বিভিন্ন মহলের ব্যক্তিরা মনে করেন, প্রেসিডেন্ট সি'র এ ভাষণ ইতিবাচকভাবে দু'দেশ এবং দু'দেশের জনগণের সমঝোতা ও বিনিময় উন্নয়ন করবে। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের উন্নয়নের তত্পর্যের ওপরও এ ভাষণ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে মনে করেন তারা।

ভারতের 'এইচআইএস গ্লোবাল ইনসাইট' ওয়েবসাইটের প্রধান সম্পাদক চাঁদ বলেন, এশিয়া এমনকি বিশ্বের দৃষ্টিভঙ্গিতে প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে দু'দেশের সম্পর্ক বর্ণনা করেছেন। ভাষণে তিনি চীন ও ভারতের সম্পর্কের সুখচিত্র কল্পনা করেন। তিনি অনেক বার রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীসহ ভারতের বিখ্যাত মহান মানুষদের কথা উল্লেখ করেন। দর্শকরা প্রেসিডেন্ট সি'র এ ভাষণে খুবই মুগ্ধ হন বলেও জানান তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব কারকাস বলেন, প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে দু'দেশের জনগণের অনেক মূল্যবান ধারণা প্রকাশ করেছেন। দু'দেশের সহযোগিতা জোরদার করা উচিত বলে উল্লেখ করেন তিনি ।

ভারতের ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স কাউন্সিল এর বিশেষজ্ঞ মিসরা বলেন, পরিবর্তিত বিশ্বের অবস্থায় চীন-ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণভাবে গড়ে উঠেছে। দু'দেশের সহযোগিতা উভয় পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনবে তিনি জানান।

ভারতের অর্থনীতিবিদ সুষমা রামচন্দ্রন বলেন, প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে আশা করেন যে, সার্বিকভাবে দু'দেশের কার্যকর সহযোগিতার উন্নয়ন হবে। যাতে দু'দেশের বাণিজ্যিক উন্নয়ন করা যায়। প্রেসিডেন্ট সি তাঁর ভাষণে ভারতকে কৃষি, ফার্মেসি এবং তথ্য- সফটওয়্যারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার কথা উল্লেখ করেন, যাতে দু'পক্ষের অর্থনৈতিক সহযোগিতা আরো গভীর পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। (জিনিয়া ওয়াং/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040