Web bengali.cri.cn   
যৌথভাবে সাংবাদিকদের সাথে সাক্ষাত করলেন সি চিন পিং ও মোদি
  2014-09-18 20:45:14  cri

সেপ্টেম্বর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সি চিন পিং ও মোদি যৌথভাবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছি। আমরা একসঙ্গে দু'দেশের অনেক সহযোগিতা চুক্তির স্বাক্ষর দেখেছি। আমরা চীন ও ভারতের সম্পর্কের নানা ক্ষেত্র, বিশেষ করে কীভাবে সহযোগিতার বিষয় সমৃদ্ধ ও সহযোগিতার মান উন্নতি করা যায় এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গভীর মত বিনিময় করেছি এবং ব্যাপক মতৈক্যে পৌঁছেছি।

সি চিন পিং উল্লেখ করেন, চীন ও ভারত উভয়ই বিশ্বে গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ। চীন ও ভারত একই কণ্ঠ দিয়ে বললে সারা বিশ্ব তা শ্রবণ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা দুটি প্রাচীন সভ্যতা থেকে বৃদ্ধি গ্রহণ করে, যথেষ্ট দূরদর্শিতা, সাহস ও হৃদয় প্রদর্শন করলে, চীন ও ভারতের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের অবশ্যই নিরন্তরভাবে নতুন অগ্রগতি অর্জিত হবে, দু'দেশের জনগণের আরো বেশি কল্যাণ বয়ে আনবে, এশিয়ার সমৃদ্ধি ও পুনরুত্থান, বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য আরো বেশি অবদান রাখবে।

মোদি বলেন, চীন হচ্ছে ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী। ভারত ও চীন হচ্ছে দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশ। বর্তমান পরিস্থিতিতে দু'দেশের সম্পর্কের তাত্পর্য খুব গুরুত্বপূর্ণ। দুদেশ বিশাল উন্নয়নের সুযোগের সম্মুখীন হচ্ছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভারত সফর দু'দেশের সম্পর্কের নতুন ঐতিহাসিক পর্যায় উন্মোচন করবে। ভারত চীনের সঙ্গে পারস্পরিক আস্থা এবং দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক জোরদারে ইচ্ছুক বলেও জানান তিনি। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040