Web bengali.cri.cn   
শাংহাই সহযোগিতা সংস্থার নতুন আনুষ্ঠানিক সদস্য হতে ভারত ও পাকিস্তানকে স্বাগত জানায় এবং সমর্থন করে চীন
  2014-09-18 20:21:15  cri

সেপ্টেম্বর ১৮: চীন ভারত ও পাকিস্তানকে যত তাড়াতাড়ি সম্ভব শাংহাই সহযোগিতা সংস্থার নতুন আনুষ্ঠানিক সদস্য হতে স্বাগত জানায় এবং সমর্থন করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই আজ (বৃহস্পতিবার) পেইচিংয়ে এ কথা বলেন।

এক সংবাদদাতা প্রশ্ন করেন, পাকিস্তান ও ভারত পর পর শাংহাই সহযোগিতা সংস্থার আনুষ্ঠানিক সদস্য দেশ হওয়ার আবেদন দাখিল করেছে। এ বিষয়ে চীনের অবস্থান কী?

উত্তরে হোং লেই বলেন, চীন এ অঞ্চলে ভারত ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রভাব ও ভূমিকাকে গুরুত্ব দেয়। চীন মনে করে, পাকিস্তান ও ভারত পর্যবেক্ষক দেশ হিসেবে সবসময় সক্রিয়ভাবে শাংহাই সহযোগিতা সংস্থার কাঠামোতে নানা সহযোগিতায় অংশ নিয়েছে এবং এ সংস্থার উন্নয়নের জন্য ইতিবাচক অবদান রেখেছে। চীন বিশ্বাস করে, ভারত ও পাকিস্তান শাংহাই সহযোগিতা সংস্থায় যোগদান করলে এ সংস্থাটির উন্নয়ন, এ অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং অভিন্ন উন্নয়নের প্রয়াস ত্বরান্বিত করার জন্য অনুকূল হবে।

হোং লেই বলেন, চীন সদস্য রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধির ব্যাপারে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য এবং ভারত ও পাকিস্তানের সঙ্গে নিবিঢ় যোগাযোগ বজায় রাখতে চায়।(ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040