Web bengali.cri.cn   
দ্য কালার অব প্যারাডাইস
  2014-09-18 18:13:24  cri



ছোট মোহাম্মদ অন্ধদের স্কুলের শ্রেষ্ঠ ছাত্র। ছুটির সময় হয়েছে। তাই বাবা-মা স্কুল থেকে তাদের সন্তানদেরকে যার যার বাড়িতে নিয়ে যান। কিন্তু ছোট মোহাম্মদ সারা স্কুলে একা একা বাবার জন্য অপেক্ষা করে। অবশেষে অনেক দেরীতে বাবা স্কুলে আসেন। তিনি ছোট মোহাম্মদকে নিয়ে গ্রামাঞ্চলে দাদির বাড়িতে যান। সুপ্রিয় দাদি এবং দুই ছোট বোনের সঙ্গে আবার মিলিত হতে পেরে ছোট মোহাম্মদ দারুণ খুশি হয়।

গ্রামাঞ্চলে আবার শৈশবের আনন্দ খুঁজে পায় মোহাম্মদ। যেহেতু সে অন্ধ তাই সে তার দুই হাত দিয়ে প্রকৃতির সুন্দর দৃশ্য স্পর্শ করে, কান পেতে পাখিদের গাওয়া গান শুনে এবং নাক দিয়ে মাটির গন্ধ শুঁকে বেড়ায়। যদিও সে সবকিছু দেখতে পারে না, তারপরও তার মনে বিশ্ব যেন একটি স্বর্গের মতো।

এদিকে দীর্ঘদিনের দরিদ্র জীবনের চাপ আর সহ্য করতে না পেরে মোহাম্মদের বাবা নতুন একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান। তবে এক্ষেত্রে অন্ধ মোহাম্মদ তাঁর নতুন জীবনের একমাত্র ঝামেলা বলে মনে করেন তিনি। এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য বাবা ছোট মোহাম্মদকে বাড়ি থেকে অনেক দূরবর্তী একটি কাঠের কারখানায় পাঠিয়ে দেন। সেখানে মোহাম্মদ ছুতার কলাকৌশল শেখে এবং নিজের ওপর নির্ভর করে বেঁচে থাকা শুরু করে।

এই খবর পেয়ে বয়স্ক দাদি খুবই মনঃকষ্ট পান। বাইরের ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনি ছোট মোহাম্মদকে অনুসন্ধানের জন্য রওনা হন। এক পর্যায়ে দাদি অসুস্থ হন এবং মারা যান।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040