Web bengali.cri.cn   
ভারতীয় প্রযুক্তি পরিচালনা কলেজে চীন যুব প্রতিনিধি দল
  2014-09-18 17:47:37  cri
সেপ্টেম্বর ১৮: ভারত সফররত চীনা যুব প্রতিনিধি দল গতকাল (বুধবার) নয়াদিল্লীতে অবস্থিত ভারতীয় প্রযুক্তি পরিচালনা কলেজ পরিদর্শন করেন।

এ সময় এ কলেজের প্রযুক্তি বিভাগের মহাপরিচালক বিবেক ব্যানার্জি বলেন, চীন ও ভারত হচ্ছে বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে দু'টি খুবই গুরুত্বপূর্ণ দেশ। সুতরাং, দু'দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা লেনদেন দরকার। চীনের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা তৈরি করেত এই কলেজ আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

চীনা যুব প্রতিনিধি দলের প্রধান এবং চীনের জাতীয় যুব ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট চৌ ছাং খুই বলেন, ব্যবসা প্রশাসন শিক্ষার্থী লালন পালনের ক্ষেত্রে এই কলেজের অভিজ্ঞতা শিখতে চায় চীন। এ ব্যাপারে হাতে হাত রেখে এক সুন্দর ভবিষ্যত গড়ে তোলার কথাও বলেন তিনি।

এ ছাড়া, এই কলেজের ছাত্রছাত্রীদের সাথে চীন ও ভারতের অর্থনীতি, সমাজ, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের বিষয় নিয়ে মত বিনিময় করেন এই প্রতিনিধি দল । (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040