Web bengali.cri.cn   
সি চিন পিং গুজরাট পৌঁছে ভারত সফর শুরু করেছেন
  2014-09-17 22:24:06  cri

সেপ্টেম্বর ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে পৌঁছে ভারতে রাষ্ট্রীয় সফর শুরু করেন।

এ দিন বিকেলে সি চিন পিংয়ের বিশেষ বিমান আহমেদাবাদ বিমান বন্দরে পৌঁছায়। ভারতের গুজরাট রাজ্যের গভর্নর, মুখ্যমন্ত্রী ও চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিমান বন্দরে সি চিন পিং ও তাঁর স্ত্রী ফাং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান।

রঙিন পোশাক পরা ভারতীয় যুবকরা গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। ১৫০ সদস্যের স্থানীয় নারী পুলিশ গার্ড অব অনার প্রদান করেন সি চিন পিংকে । সি চিন পিং তাঁদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সি চিন পিং ভারতীয় জনগণের কাছে চীনা জনগণের আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা হস্তান্তর করেন।

তিনি উল্লেখ করেন, চীন ও ভারত হচ্ছে প্রতিবেশী, দু'দেশের বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান কয়েক হাজার বছরের। নতুন শতাব্দীতে প্রবেশের পর চীন ও ভারত দুটি সবচেয়ে বড় উন্নয়নশীল ও নবোদিত বাজার দেশে পরিণত হয়েছে। এ দুই প্রাচীন সভ্যতার দেশ দুটির হাতে হাত রেখে পুনরুত্থান করা হচ্ছে দু'দেশের জনগণের অভিন্ন প্রত্যাশা। চীন ভারতের সঙ্গে আরো ঘনিষ্ঠ উন্নয়নের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

সি চিন পিং আরো বলেন, "আমি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ব্যাপক যোগাযোগ করতে চাই। আমরা একসাথে দু'দেশের ভবিষ্যত পরিকল্পনা করবো এবং চীন ও ভারতের সম্পর্কের নতুন পরিস্থিতি উন্মোচন করবো।"

গুজরাট হচ্ছে সি চিন পিংয়ের ভারত সফরের প্রথম ধাপ। এর পর তিনি নয়াদিল্লী সফর করবেন। (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040