Web bengali.cri.cn   
চীন ও শ্রীলঙ্কার শীর্ষ বৈঠকে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের আশা
  2014-09-17 19:13:21  cri

সেপ্টেম্বর ১৭: শ্রীলঙ্কা সফররত চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সম্মানে এক আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে কলম্বো। গতকাল (মঙ্গলবার) রাজধানীতে এ অনুষ্ঠানটি হয়। এরপর দু'দেশের নেতারা বৈঠক করেন।

বৈঠকে দু'নেতা চীন ও শ্রীলঙ্কার মৈত্রীর উচ্চ মূল্যায়ন করেছেন, দু'দেশের অবাধ বাণিজ্য আলোচনা শুরুর কথা ঘোষণা করেছেন। যাতে দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক সম্পর্ক উন্নত করা যায়।

বৈঠকে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথে অবিচল রয়েছে। চীন ও শ্রীলঙ্কা পরস্পরের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত বন্ধু। চীন দৃঢ়ভাবে শ্রীলঙ্কার স্বাধীন, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সমর্থন জানায়।

সিন চিন পিং বলেন, বর্তমানে চীনা জনগণ 'চীনা স্বপ্ন' বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। এদিকে শ্রীলঙ্কা 'মাহিন্দার আশা' উত্থাপন করেছে। দু'দেশের সম্পর্ককে আরো উন্নত করতে এবং জনকল্যাণে আগ্রহী শ্রীলঙ্কা। দু'দেশের উচিত উচ্চ পর্যায়ে লেনদেন বজায় রাখা। একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশম পথ নির্মাণের সুযোগে শ্রীলংকার সঙ্গে সহযোগিতা বাড়াতে ইচ্ছুক চীন। পেইচিং আশা করে, দু'পক্ষ তাড়াতাড়ি অবাধ বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনা শুরু করবে এবং দু'দেশের অবাধ বাণিজ্য এলাকা নির্মাণ করবে।

রাজাপাক্সে বলেন, চীন দীর্ঘসময় ধরে সবসময় তার দেশকে সমর্থন করেছে এবং সাহায্য করেছ। শ্রীলঙ্কা এজন্য কৃতজ্ঞ। শ্রীলঙ্কা চীনের সঙ্গে অব্যাহতভাবে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। তার দেশ চীন সম্পর্কিত এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চীনের প্রতি সমর্থন জানায়।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040