Web bengali.cri.cn   
হাতে হাত রেখে এক সঙ্গে এশিয়ার উন্নতির আহ্বান প্রেসিডেন্ট সি চিং পিংয়ের
  2014-09-17 16:36:02  cri
সেপ্টেম্বর ১৭: ভারত সফর উপলক্ষে আজ (বুধবার) দেশটির দৈনিক জাগরণ এবং দা হিন্দু পত্রিকায় চীনের প্রেসিডেন্ট সি চিং পিংয়ের 'হাতে হাত রেখে এক সঙ্গে এশিয়ার উন্নয়ন' শীর্ষক এক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

প্রবন্ধে তিনি লিখেছেন, নতুন শতাব্দীতে চীন ও ভারতের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। দু'দেশের সার্বিক ও কৌশলগত সম্পর্ক, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ সহযোগিতা বেড়েছে এবং দু'দেশের সীমান্ত আলোচনারও সুষ্ঠু উন্নয়ন হয়েছে। দু'দেশ একসঙ্গে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও আধুনিক ভারত গঠনের চেষ্টা চলছে। এ প্রচেষ্টায় চীনের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট সি আশা করেন, চীন ও ভারত এক সঙ্গে হলে এশিয়ার উন্নতি তরান্বিত হবে।

(আকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040