Web bengali.cri.cn   
সীমান্ত সমস্যা চীন-ভারত সম্পর্কের উন্নয়নের ওপর প্রভাব ফেলবে না: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2014-09-16 21:15:41  cri

সেপ্টেম্বর ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই আজ (মঙ্গলবার) নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন ও ভারতের সীমান্ত অঞ্চলে দীর্ঘকাল ধরে শান্তি ও নিরাপত্তা বজায় রয়েছে। সীমান্ত সমস্যা চীন ও ভারতের সম্পর্কোন্নয়নের ওপর প্রভাব ফেলবে না। চীন আশা করে, দু'দেশ অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে এমন সুষ্ঠু প্রবণতা বজায় রাখবে।

এসময় এক সংবাদদাতা প্রশ্ন করেন, প্রেসিডেন্ট সি চিন পিং ভারত সফরকালে দু'দেশের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতার কোন চুক্তি স্বাক্ষর করবেন কিনা? বৈঠকে সীমান্ত সমস্যা থাকবে কিনা?

এর উত্তরে হোং লেই বলেন, চীন ও ভারতের সম্পর্ক নতুন ঐতিহাসিক আরম্ভ স্থানে রয়েছে। প্রেসিডেন্ট সি'র আসন্ন ভারত সফর হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সফর। চীন ও ভারত হচ্ছে বহুমেরুবিশিষ্ট বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ শক্তি, দুটি বড় বাজার এবং দুটি বড় সভ্যতার দেশ। বর্তমানে দু'দেশের প্রধান কর্তব্য হচ্ছে দ্রুতগতিতে উন্নয়ন করা এবং জাতির উত্থান বাস্তবায়ন করা, সেই সঙ্গে 'চীনের স্বপ্ন' ও 'ভারতের স্বপ্ন' বাস্তবায়ন করা। এ প্রক্রিয়ায় চীন অবিচলিতভাবে ভারতের সাথে দাঁড়াতে চায়।

হোং লেই আরো বলেন, আমরা আশা করি, ভারতের সঙ্গে উন্নয়নের কৌশল স্থাপন করবো, অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করবো, উন্নয়নের ধারণা সংযোগ করবো, দু'দেশের প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষাগ্রহণ করবো, দুটি বড় সভ্যতা স্থাপন করবো, মানবজাতির অগ্রগতির জন্য নতুন অবদান রাখবো। আমরা আশা করি, এবারের সফর সাফল্যমণ্ডিত হবে, চীন ও ভারতের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে।" (ইয়ু/টুটুল)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040