Web bengali.cri.cn   
ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাঘ সম্মেলন সমাপ্ত
  2014-09-16 19:34:50  cri
ঢাকা ঘোষণায় ৯ দফা সুপারিশমালার মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে আন্তর্জাতিক বাঘ গণনা সম্মেলন। বাঘ রক্ষায় ৯টি সুপারিশের সঙ্গে একমত হয়েছেন সম্মেলনে অংশ নেওয়া ১৩টি দেশের নেতারা।

সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে একথা জানান, বাংলাদেশের প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী। ৯ দফা সুপারিশ মালার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ এবং বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত করবে এমন স্থাপনা নির্মাণ করা যাবে না। এসময় প্রধান বন সংরক্ষক জানান, বন অধিদপ্তরের অনুমোদন না নিয়েই সুন্দরবনের খুব কাছে জাহাজ ভাঙ্গা শিল্প প্রতিষ্ঠা করা হচ্ছে। এ শিল্প হলে সুন্দরবন ও বাঘের ক্ষতি হবে বলে জানান তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040