Web bengali.cri.cn   
স্বদেশের স্বার্থ রক্ষায় আরো বেশি ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া
  2014-09-16 17:51:51  cri
সেপ্টেম্বর ১৬: ইউরোপীয় ইউনিয়নের শাস্তি আরোপ প্রসঙ্গে গতকাল (সোমবার) স্বদেশের স্বার্থ রক্ষায় আরো বেশি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে রাশিয়া। একইদিন মেসিডোনিয়া এবং সার্বিয়াও রাশিয়ার ওপর ইইউ'র শাস্তি আরোপ থেকে নিজেদেরকে বিরত রাখার কথা ঘোষণা করেছে।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী গ্রিগোরিয় কারাসিন সোমবার জানান, রাশিয়ার ওপর ইইউ'র শাস্তি আরোপের কথা ঘোষণার পর রাশিয়াকে স্বদেশের স্বার্থ রক্ষায় আরো বেশি ব্যবস্থা নিতে হবে।

দেশটির রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান সার্গেই নারেশকিন এদিন বলেন, আইনগত দিক থেকে শাস্তির কোনো তাত্পর্য নেই। তবে রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে তা উভয় পক্ষের জন্যই ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারে।

এদিকে,এদিন মেসিডোনিয়া এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, যদিও তারা ইইউ'র সদস্য দেশ, তা সত্ত্বেও, যার যার অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করেই তাঁরা রাশিয়ার ওপর শাস্তি আরোপ থেকে বিরত থাকবে।

এছাড়া, একইদিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৃথক পৃথকভাবে জার্মানির চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল এবং ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান ম্যানুয়েল বারোসোর সঙ্গে ফোনে কথা বলেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040