Web bengali.cri.cn   
সি চিং পিংয়ের সঙ্গে মালদ্বীপের স্পিকার এবং সাবেক প্রেসিডেন্টের বৈঠক
  2014-09-16 17:07:50  cri

সেপ্টেম্বর ১৬: চীনের প্রেসিডেন্ট সি চিং পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন মালদ্বীপের স্পিকার আব্দুল্লা মাসেহ মোহাম্মদ এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়্যুম। গতকাল (সোমবার) তাদের মধ্যে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

স্পিকারের সঙ্গে সাক্ষাতে সি চিং পিং বলেন, মালদ্বীপের সমাজ ও অর্থনীতির উন্নয়নের প্রতি সমর্থন জানায় চীন। চীন ও মালদ্বীপ এক সঙ্গে সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক স্থাপন করবে বলেও আশা করেন তিনি। এছাড়া দু'দেশের সংসদের মধ্যে সম্পর্ক ও লেনদেন আরো ঘনিষ্ঠ হওয়ার প্রত্যাশা করেন প্রেসিডেন্ট সি।

অন্যদিকে স্পিকার আব্দুল্লা মাসেহ মোহাম্মদ বলেন, প্রেসিডেন্ট সি চিং পিংয়ের এবারের সফর সফল হয়েছে। চীন-মালদ্বীপের বোঝাপড়া ও সহযোগিতা বেড়েছে। মালদ্বীপের বিশ্বস্ত বন্ধু চীন। মালদ্বীপের পার্লামেন্ট চীনের জাতীয় কংগ্রেসের সঙ্গে সম্পর্ক বাড়াতে ইচ্ছুক বলেও জানান তিনি।

দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়্যুমের সঙ্গে সাক্ষাতে দু'দেশের সম্পর্কের জন্য তাকে ধন্যবাদ জানান সি চিন পিং। এ সফরে দু'দেশের সম্পর্ক ও বন্ধুত্ব আরো উন্নত হবে বলে আশা করেন চীনা প্রেসিডেন্ট।

দু'দেশের অব্যাহত উন্নত সম্পর্কে উন্নয়নে আনন্দ প্রকাশ করেন মামুন আব্দুল গাইয়্যুম। (আকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040