Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের ভারত সফর হবে দিল্লি-পেইচিং সম্পর্কোন্নয়ন প্রক্রিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক: লো ইয়ু ছেন
  2014-09-15 19:50:49  cri

সেপ্টেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ভারত সফরকে দু'দেশের সম্পর্কোন্নয়ন প্রক্রিয়ায় 'আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে চিহ্নিত করেছেন দিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লো ইয়ু ছেন।

তিনি সম্প্রতি সিআরআইয়ের সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, আট বছর পর চীনের কোনো শীর্ষ নেতা ভারত সফরে যাচ্ছেন। তা ছাড়া, ভারতে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর এই প্রথম কোনো বড় দেশের নেতা দিল্লি সফর করবেন। এ থেকে প্রমাণিত হয় যে, চীন সরকার ভারতের সাথে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি বলেন, সফরে চীনের প্রেসিডেন্ট দু'দেশের সম্পর্কের ভবিষ্যত উন্নয়নের কৌশলগত পরিকল্পনা করবেন, দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের মান ও মর্যাদা উন্নীত করার প্রচেষ্টা চালাবেন। রাষ্ট্রদূত জানান, সফরে দু'দেশের নেতারা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন; পারস্পরিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করবেন এবং পারস্পরিক সমঝোতা, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দু'দেশের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার উদ্যোগ নেবেন।

চীন-ভারত সীমান্ত সমস্যা প্রসঙ্গে লো ইয়ু ছেন বলেন, বহু বছর ধরেই দু'দেশ জটিল ও স্পর্শকারত সীমান্ত সমস্যা সমাধানের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছে। ২০০৩ সাল থেকে এ পর্যন্ত দু'দেশের মধ্যে সীমান্ত সমস্যা নিয়ে ১৭টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট সি'র ভারত সফর এ সমস্যা সমাধানের প্রচেষ্টার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রদূত লো ইয়ু ছেন আরো বলেন, প্রেসিডেন্ট সি'র ভারত সফর হচ্ছে চীনের নিকটবর্তী দেশমুখী, বড় রাষ্ট্রমুখী এবং উন্নয়নশীল দেশমুখী এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। এটি নতুন যুগে শান্তিপূর্ণ কূটনীতি ও উন্নয়ন পদ্ধতির চীনা ধারণার বাস্তব অনুশীলন।

উল্লেখ্য, আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভারতে রাষ্ট্রীয় সফর করবেন। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040