Web bengali.cri.cn   
প্রেসিডেন্ট সি'র ভারত সফরের ওপর দৃষ্টি রাখছে সেদেশের তথ্যমাধ্যম
  2014-09-15 18:49:00  cri
সেপ্টেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের আসন্ন ভারত সফরে চীন ও ভারত দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক চুক্তি স্বাক্ষর করবেন এবং এসব চুক্তির বিষয় অবকাঠামো নির্মাণ, শিল্প, জ্বালানী ও রেলপথসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হবে।

'প্রেসিডেন্ট সি'র ভারত সফরকালে চীন ও ভারত জ্বালানী ও রেলপথের পুঁজি বিনিয়োগ নিয়ে আলোচনা করবে' শীর্ষক হিন্দুস্তান টাইমস ওয়েবসাইটের একটি প্রবন্ধ থেকে গতকাল (রোববার) এ তথ্য পাওয়া গেছে।

'চীন ও ভারত সংলাপের মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে পারে' শীর্ষক এই ওয়েবসাইটের আরেকটি প্রবন্ধে বলা হয়েছে, চীন ও ভারত সংলাপের মাধ্যমে ন্যায় ও সঠিকভাবে সীমান্ত সমস্যার সমাধান করতে পারে।

প্রবন্ধে আরো বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, বিশ্বের দু'টি বড় উন্নয়নশীল দেশ হিসেবে স্থিতিশীল একটি পরিবেশে সহযোগিতা জোরদার করলে চীন ও ভারত অবশ্যই বিশ্বের স্থিতিশীল ও শান্তি সুরক্ষার ক্ষেত্রে আরো লক্ষণীয় অবদান রাখতে পারবে। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040