Web bengali.cri.cn   
চীন-শ্রীলংকা সহযোগিতা ও বিনিময়ের সম্পূর্ণ নতুন পর্যায় শুরু হবে: রাষ্ট্রদূত উ চিয়াং হাও
  2014-09-14 22:55:23  cri

সেপ্টেম্বর ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের শ্রীলংকা সফরের প্রাক্কালে সে দেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উ চিয়াং হাও সিআরআইয়ের সংবাদদাতাকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে বলেছেন, প্রেসিডেন্ট সি'র সফরের পর দু'দেশের সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্রে নতুন এ পর্যায় শুরু হবে। দেশটিতে চীনের কোনো সর্বোচ্চ নেতার প্রথম এই সফরকে 'একটি মাইলফলক' হিসেবেও আখ্যায়িত করেছেন রাষ্ট্রদূত।

উ চিয়াং হাও বলেন, গত বছর শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে চীন সফরকালে দু'দেশের শীর্ষনেতারা দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রেসিডেন্ট সি'র বর্তমান সফর দু'দেশের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবে এবং এ সম্পর্কের ভবিষ্যত সম্পর্কে দিক-নির্দেশনা যোগাবে।

রাষ্ট্রদূত বলেন, চীন ও শ্রীলংকার সম্পর্কের সুদীর্ঘ ইতিহাস আছে। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের মধ্যে ব্যাপক সহযোগিতার প্রমাণ আমরা পেয়েছি। আজকাল দু'দেশের রাজনীতিতেও উচ্চ মানের পারস্পরিক আস্থা লক্ষ্য করা যাচ্ছে এবং দু'দেশই পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়তার সাথে সমর্থন দিয়ে যাচ্ছে। শ্রীলংকার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষ অবসানের পর দেশটি যুদ্ধোত্তর পুনর্গঠন পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, চীনের অনেক শিল্প-প্রতিষ্ঠান শ্রীলংকায় বিনিয়োগ করেছে এবং অবকাঠামো নির্মাণকাজে অংশ নিয়েছে। শ্রীলংকায় চীনের পর্যটকের সংখ্যাও প্রতিবছর বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট সি'র চলতি সফরে চীন-শ্রীলংকা অবাধ বাণিজ্য অঞ্চল আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবার সম্ভাবনা সম্পর্কে উ চিয়াং হাও বলেন, দু'দেশের মধ্যে অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠিত হলে বিভিন্ন ক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়বে। এতে দু'দেশের মধ্যে আর্থিক সহযোগিতা উচ্চ পর্যায়ে বিকশিত হবে।

উ চিয়াং হাও আরো বলেন, চীনের উত্থাপিত একবিংশ শতাব্দীর সামুদ্রিক রেশমপথ প্রতিষ্ঠার প্রস্তাব এবং শ্রীলংকার প্রণীত দীর্ঘকালীন উন্নয়নের পরিকল্পনা একে অপরের পরিপুরক। প্রেসিডেন্ট সি গত গত বছর এ প্রস্তাব উত্থাপন করার পর শ্রীলংকা দ্রুত ইতিবাচক প্রতিক্রিয়া প্রকাশ করে। লংকান প্রেসিডেন্ট চীনকে তার দেশে সমুদ্র বিষয়ক কেন্দ্র, বাণিজ্যিক কেন্দ্র, জ্বালানি কেন্দ্র, পর্যটন কেন্দ্র এবং জ্ঞান কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেন। রেশমপথের কাঠামোতে দু'পক্ষের সহযোগিতার বিরাট সুযোগ রয়েছে বলেও রাষ্ট্রদূত মন্তব্য করেন। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040