Web bengali.cri.cn   
দুশানবেতে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে সি চিন ফিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ
  2014-09-15 15:28:05  cri

সেপ্টেম্বর ১৩: শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রের শীর্ষনেতাদের ১৪তম অধিবেশন গতকাল (শুক্রবার) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ, কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবেয়েভ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট কারিমোভ অধিবেশনে উপস্থিত ছিলেন।

সদস্য রাষ্ট্রসমুহের শীর্ষনেতারা প্রথমে ছোট আকারের বৈঠক করেন, তারপর পর্যবেক্ষক দেশ আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট তসাখায়া এলবেগদোর্গ, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিগণ, সভাপতি রাষ্ট্রের অতিথি তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বারদেমুরখামেদোভ, সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা ব্যাপক আকারের বৈঠক করেন।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোনোভ অধিবেশনের সভাপতিত্ব করেন। অধিবেশনে ২০১৩ সালের বিশকেক শীর্ষসম্মেলনের পর শাংহাই সহযোগিতা সংস্থার প্রধান কার্য সফলতার সারসংকলন করা হয়।

সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ শাংহাই সহযোগিতা সংস্থার কাজ আরো সুসম্পন্ন করা, এ অঞ্চলের দীর্ঘস্থায়ী সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন করা, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা, বাস্তব সহযোগিতা জোরদার করা এবং বর্তমান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং ব্যাপক মতৈক্যে পৌঁছান।

অধিবেশনে সি চিন ফিং বলেন, বর্তমান বিশ্ব জটিল ও গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। পৃথিবী এখনো শান্ত নয়। শাংহাই সহযোগিতা সংস্থা আগের ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ সংস্থার সদস্য রাষ্ট্র ও এসব দেশের জনগণের আরো বেশি নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা হচ্ছে আমাদের অভিন্ন কর্তব্য ও দায়িত্ব।

সি চিন ফিং চারটি প্রস্তাব উত্থাপন করেন। তা হচ্ছে: এক, দৃঢ়ভাবে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করাকে নিজের দায়িত্ব হিসেবে মনে করা হবে। দুই, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নকে অবিচল লক্ষ্য হিসেবে গণ্য করা হবে। তিন, সবসময় জনগণের যোগাযোগ ত্বরান্বিত করা হবে। চার, বৈদেশিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণকে চালিকাশক্তি হিসেবে মনে করা হবে।

এ বারের অধিবেশনে 'শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষনেতাদের দুশানবে ঘোষণা" স্বাক্ষরিত হয়েছে এবং কিছু সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। অধিবেশনের পর শীর্ষনেতারা একসাথে সংবাদদাতাদের সঙ্গে সাক্ষাত্ করেন।

অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ২০১৫ সালে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন রাশিয়ার উফায় অনুষ্ঠিত হবে। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040